আজকাল ওয়েবডেস্ক:‌ দল জিতলেও তিনি রান পাচ্ছেন না। তার উপর ভক্তরা আবার ‘‌কিং কিং’‌ বলে চিৎকার জুড়ে দিচ্ছেন। যা ভীষণই অস্বস্তিতে ফেলে দিয়েছে বাবর আজমকে। বুধবার করাচিতে পাকিস্তান ৬ উইকেটে হারিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ৩৫২ রান তাড়া করে এসেছে জয়। শতরান এসেছে অধিনায়ক মহম্মদ রিজওয়ান ও সলমন আঘার ব্যাটে। কিন্তু ওপেন করতে নেমে মাত্র ২৩ রানে আউট হয়েছেন প্রাক্তন পাক অধিনায়ক বাবর।


খেলা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন বাবর। তখন ভক্তরা তো বটেই, মিডিয়ার লোকজনরাও বাবরকে ‘‌কিং কিং’‌ বলে ডাকতে থাকেন। যা শুনে রীতিমতো অস্বস্তিতে পড়ে যান বাবর। ভক্তদের অনুরোধ করেন শান্ত থাকতে। বাবরের কথায়, ‘অনুরোধ করছি ‘‌কিং কিং’‌ বলাটা বন্ধ করুন। আমি কোনও রাজা নই। দলে এখন আমার নতুন ভূমিকা রয়েছে।’‌


এটা ঘটনা বরাবরই বাবরের সঙ্গে তুলনা হয়ে এসেছে কোহলির। বিরাটকে অনেকেই ‘‌কিং কোহলি’‌ বলেন। এবার বাবরকে ডাকা শুরু হতেই তারকা ক্রিকেটার পড়লেন অস্বস্তিতে।


এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজ চলছে পাকিস্তানে। আয়োজকরা ছাড়া বাকি দুই দল নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। বুধবার একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে পাকিস্তান।