আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান সুপার লিগ শুরুর আগের দিন বিরিয়ানি খাওয়ার ছবি ভাইরাল হওয়ায় সমালোচনার মুখে পড়তে হল পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজম ও দলের অন্যান্য খেলোয়াড়দের। আগামী ১২ এপ্রিল কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে পেশোয়ার জালমি। টুর্নামেন্ট শুরুর আগে পেশোয়ার জালমির কর্ণধার জাভেদ আফ্রিদি খেলোয়াড়দের জন্য এক জাঁকজমকপূর্ণ ভোজের আয়োজন করেন। সেখানে উপস্থিত ছিল গোটা দলই। ক্রিকেটারদের জন্য ছিল নানা রকম খাবারের আয়োজন, তবে ভক্তদের দৃষ্টি কেড়েছে টেবিলে থাকা বিরিয়ানি। এই খাবার নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়। 

?ref_src=twsrc%5Etfw">April 10, 2025

পাকিস্তানি খেলোয়াড়দের ফিটনেস নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে, আর তার মধ্যেই বড় টুর্নামেন্ট শুরুর আগের রাতে এমন ভারী খাবার খাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন অনেক ভক্ত। এই ঘটনা ছাড়াও পিএসএল শুরু হওয়ার আগেই আরেকটি বিতর্কে জড়ান বাবর আজম। এক সাংবাদিকের সঙ্গে তার উত্তপ্ত বাক্য বিনিময়ের ভিডিও ভাইরাল হয়। উল্লেখ্য, বাবর এবারের পিএসএলে নিজের ফর্ম ফিরে পাওয়ার এবং আসন্ন টি-২০ বিশ্বকাপের দলে জায়গা পাকা করার লক্ষ্য নিয়েই মাঠে নামছেন। তবে টুর্নামেন্ট শুরুর আগেই এমন বিতর্ক তার ওপর অতিরিক্ত চাপ তৈরি করতে পারে বলে ধারণা ক্রিকেটমহলের।