আজকাল ওয়েবডেস্ক:‌ সবুজ উইকেটে ভারতকে ফেলে দিতে চলেছে অস্ট্রেলিয়া। পার্থের অপ্টাস স্টেডিয়ামের বাইশ গজে পুরো সবুজের আভা। সূত্রের খবর, আউটফিল্ড ও পিচ একেবারে সবুজ। যার ফলে জোরে বোলাররা প্রথম একাদশে প্রাধান্য পাবে। অস্ট্রেলিয়ার তিন পেসার অধিনায়ক কামিন্স, হ্যাজলেউড ও স্টার্ক নিশ্চিত। অতিরিক্ত পেসারও খেলাতে পারে অস্ট্রেলিয়া। ভারতও সম্ভবত পেস শক্তি বাড়িয়ে পার্থে এক স্পিনারে খেলবে।


তিন পেসারই ভারতের মাথাব্যথার কারণ হতে পারে। সূত্রের আরও খবর, ২২ গজে ক্রমাগত জল দেওয়া হচ্ছে। সূত্রের আরও খবর, উইকেটের যা পরিস্থিতি তাতে টেস্ট অভিষেক হতে পারে নীতীশ কুমার রেড্ডি ও হর্ষিত রানার। তবে দু’‌জনের মধ্যে এক জনের অভিষেক হওয়ার সম্ভাবনাই বেশি।


সূত্রের খবর, ভারত অশ্বিন কিংবা জাদেজার মধ্যে এক জনকে খেলাবে। এক জনকে বসতে হবে বেঞ্চে। ভারতের আরও মাথাব্যথা রোহিত ও শুভমানের বদলে কাদের খেলাবে?‌ যশস্বীর সঙ্গে সম্ভবত ওপেন করবেন লোকেশ রাহুল। অভিষেক হতে পারে দেবদত্ত পাডিক্কালের। 


রোহিত না থাকায় অধিনায়ক থাকবেন জসপ্রীত বুমরা। ভারতের পেস আক্রমণে বুমরার সঙ্গে সিরাজ থাকবেন। থাকতে পারেন বাংলার আকাশ দীপ। খেলানো হতে পারে প্রসিধ কৃষ্ণাকে। 


হাতে আর দু’‌দিন। শুক্রবার থেকে পার্থে শুরু হবে বর্ডার–গাভাসকার ট্রফি।