আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নতুন কোচ নিয়োগ করল ক্রিকেট অস্ট্রেলিয়া। পেস বোলিং কোচ হিসেবে নিয়ে আসা হয়েছে অ্যাডাম গ্রিফিথকে। অস্ট্রেলিয়া ক্রিকেটে পেস বোলিংয়ের পরবর্তী প্রজন্মেকে তৈরি করাই হবে গ্রিফিথের মূল কাজ। এর আগে আইপিএলে আরসিবির বোলিং কোচের দায়িত্ব সামলেছেন গ্রিফিথ। বর্তমানে ব্রিসবেন হিটের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সেখান থেকেই তাঁকে তুলে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া।
অতীতে ভিক্টোরিয়ার সহকারী কোচের দায়িত্বও সামলেছেন গ্রিফিথ। এর আগে ২০১২ ও ২০১৬ সালে অস্ট্রেলিয়া দলের সাপোর্ট স্টাফ দলে ছিলেন গ্রিফিথ। ২০১৯ সালে ইংল্যান্ড বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার পেস বোলারদের দেখভাল করেছিলেন তিনি।
অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রুউ ম্যাকডোনাল্ড বেশ খুশি গ্রিফিথের নিয়োগে। বলেছেন, ‘ওঁর অভিজ্ঞতা প্রচুর। দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠবে গ্রিফিথ। এই আশা রাখি। তিন ঘরানার ক্রিকেটেই পেস বোলারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অ্যাডামের।’
আপাতত শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া। সিরিজ শুরু হবে ২৯ জানুয়ারি থেকে। এই সিরিজ থেকেই কাজ শুরু করবেন গ্রিফিথ। কিন্তু তাঁর আসল চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন্স ট্রফিতেই। যা শুরু হবে ১৯ ফেব্রুয়ারি থেকে।
কোচিংয়ে আসার আগে ঘরোয়া ক্রিকেট চুটিয়ে খেলেছেন গ্রিফিথ। রয়েছে ১৬৯ উইকেট।
