আজকাল ওয়েবডেস্ক: একসময়ে ইতালিতে চর্চা হত, দেশের সবচেয়ে সুদর্শন পুরুষের নাম রবার্তো বাজ্জিও। 

ইতালিতে অনুষ্ঠিত বিশ্বকাপে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে স্বপ্নের গোল করেছিলেন তিনি। 

আবার ৯৪ বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে বল উড়িয়ে দেন তিনি। 

সেই রবার্তো বাজ্জিও ও লিওনেল মেসির সাক্ষাৎ হল ক্লাব বিশ্বকাপে। 

 

পনি টেলের জন্য বিখ্যাত ছিলেন বাজ্জিও। সেই পনি টেল এখন আর নেই। বয়স থাবা বসিয়েছে শরীরে। দুই পৃথিবীর দেখা হল অবেশেষে। আর্জেন্টাইন কিংবদন্তির জন্য ইতালির জাতীয় দলের ১০ নম্বর জার্সি উপহার হিসেবে এনেছিলেন বাজ্জিও। সেই জার্সি উপহার পেয়ে খুশিতে ফেটে পড়েন মেসি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেন এলএম ১০। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Leo Messi (@leomessi)