আজকাল ওয়েবডেস্ক: লিও মেসি এখনও অনন্য। ক্লাব বিশ্বকাপে দেখা গিয়েছিল মেসি জাদু। পিএসজি-র কাছে পর্য়ুদস্ত হয়ে ছিটকে যায় ইন্টার মায়ামি। সেই ম্যাচেও মেসি যখনই বল ধরেছেন, তখনই প্যারিস সাঁ জাঁ কেঁপেছে। লুইস সুয়ারেজকে গোলের গন্ধ মাখা পাস বাড়িয়েছেন মেসি। কিন্তু উরুগুয়ের তারকা গোল করতে পারেননি। 

ক্লাব বিশ্বকাপের পরে মেজর লিগ সকারেও মেসির জাদু। জোড়া গোল করেন এমএল ১০। 

আর্জেন্টাইন মহাতারকার ভুলেই ম্যাচের শুরুতে গোল হজম করে বসে ইন্টার মায়ামি। কিন্তু মেসি জ্বলে ওঠায় ইন্টার মায়ামি ৪-১ গোলে হারায় মন্ট্রিয়ল সিএফকে। 

মেসির জোড়া গোলের পাশাপাশি গোল করেন তাদেও আইয়েন্দে ও তেলাস্কো সেগোভিয়া।

মেসির ভুলে গোল করে এগিয়ে গিয়েছিল মন্ট্রিয়ল। ৩৩-তম মিনিটে মেসির কাছ থেকে বল পেয়ে সমতা ফেরান  তাদেও আইয়েন্দে।

মেসির প্রথম গোলটি ৪০-তম মিনিটে। সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে ম্যাজিক দেখিয়ে গোল করেন মেসি। বিরতির পরে খেলার ৬০-তম মিনিটে সেগোভিয়া দুর্দান্ত গোল করেন। 

এর মিনিট দুয়েক পরই মেসির আরও একটি দর্শনীয় গোল। বক্সের ভেতর ঢুকে দু' জনকে কাটিয়ে মেসি নিজের দ্বিতীয় গোলটি করেন। তার আগে আরও দু'জনকে ছিটকে দেন। এখনও তিনি চার-পাঁচজনকে বিহ্বল করে দিয়ে গোল করতে পারেন। মেজর লিগ সকারে এই জয়ের ফলে ইন্টার মায়ামি রয়েছে ছ'নম্বরে।