আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপের বাছাই পর্বে ইকুয়েডরের কাছে ১-০ গোলে হেরে গেল আর্জেন্টিনা। লিওনেল মেসি-হীন আর্জেন্টিনা হেরে গেলেও তাতে বিশেষ কোনও প্রভাব পড়ল না। কারণ আর্জেন্টিনা আগেই বিশ্বকাপের মূলপর্বের পাসপোর্ট জোগাড় করে ফেলেছে।

ইকুয়েডরের হয়ে একমাত্র গোল এনার ভ্যালেন্সিয়ারপ্রথমার্ধের অতিরিক্ত সময়ে একটি বল ক্লিয়ার করতে গিয়ে নিকোলাস ট্যাগলিয়াফিকো ইকুয়েডরের ফুটবলারের মুখে আঘাত করেন। পেনাল্টি থেকে গোল করেন ভ্যালেন্সিয়া। গোটা ম্যাচেই দাপট ছিল ইকুয়েডরের। আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ একাধিক নিশ্চিত গোল না বাঁচালে আরও বড় ব্যবধানে হারত আর্জেন্টিনা। প্রথমার্ধে লাল কার্ড দেখেন আর্জেন্টিনার নিকোলাস ওটামেন্ডি। তিনি বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন না। দ্বিতীয়ার্ধে ইকুয়েডরের মোজেস কাইসিডোও লাল কার্ড দেখেন। 

আরও পড়ুন:  বারবার বলা সত্ত্বেও হাজিরা দিচ্ছেন না, এবার ক্রিকেটার পৃথ্বীকে ১০০ টাকা জরিমানা করল আদালত...

রেফারির পেনাল্টির সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না আর্জেন্টিনার ফুটবলাররা। ক্ষোভ প্রকাশ করেছেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। তাঁকে বলতে শোনা গিয়েছে, ''পেনাল্টিটা অন্যায্য। নিকোলাস ওতামেন্দির লাল কার্ড হতে পারে, কিন্তু পেনাল্টি নিয়ে বিতর্কের জায়গা আছে''

অন্য ম্যাচে, কলম্বিয়া৩ গোলে হারিয়েছে ভেনেজ়ুয়েলাকে। চার গোল করেছেন লুইস দিয়াজ। চিলিউরুগুয়ের ম্যাচ গোলশূন্য ড্র হয়েছেপ্যারাগুয়েহারিয়েছে পেরুকে। পয়েন্ট তালিকায় সবার উপরে রয়েছে আর্জেন্টিনা। এর পর যথাক্রমে ইকুয়েডর, কলম্বিয়া, উরুগুয়ে, ব্রাজিল, প্যারাগুয়ে, বলিভিয়াভেনেজুয়েলা, পেরু এবং চিলি বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে গিয়েছে। 

আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচে নামেননি মেসি। তাঁর কেরিয়ারের শেষ ধাপে পৌঁছে গিয়েছেন। তিনি বুটজোড়া তুলে রাখলে আইকনিক ১০ নম্বর জার্সি পরবেন কে? চোটআঘাতের জন্য মেসি যখনই জাতীয় দল থেকে দূরে থাকেন, তখনই এই প্রশ্ন ওঠে। লিওনেল স্কালোনি ও কোচিং স্টাফ স্থির করে নিয়েছেন মেসির ১০ নম্বর জার্সি উঠবে থিয়াগো আলমাদার পিঠে।

মেসি না খেললেও তিনি খবরে। স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, এবার নির্বাচনে নামতে পারেন মেসিবার্সেলোনায় ১৭ বছর খেলেছেন মেসি। আগামী বছর বার্সায় নির্বাচন। স্পেন থেকে যে খবর ভেসে আসছে, তাতে জানা যাচ্ছে, মেসি সেই নির্বাচনে অংশ নিতে পারেন। তবে এখনও পরিষ্কার নয়, মেসি কীভাবে এই নির্বাচনে জড়িত থাকবেন। 

বার্সেলোনার বর্তমান সভাপতি হুয়ান লাপোর্তা প্রেসিডেন্ট পদে প্রার্থী হচ্ছেন। স্প্যানিশ সংবাদ মাধ্য়মের খবর অনুযায়ী, মেসিও এবার কোনও না কোনও ভাবে নির্বাচনে অংশ নিতে পারেন। লাপোর্তা চতুর্থ বারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন। কিন্তু অনেকেই মনে করছেন তাঁর জয় সহজ হবে না। মেসির সঙ্গে লাপোর্তার সম্পর্ক ভাল নয়।

২০২১ সালে নির্বাচনে জয়ের পরে লাপোর্তা প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি মেসিকে ধরে রাখবেন ক্লাবে। কিন্তু লাপোর্তা নিজের প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি। বার্সা ছেড়ে মেসি চলে যান প্যারিস সাঁ জাঁ-তে। মেসি ও তঁর পরিবার বিষয়টাকে ভাল ভাবে নেননি। লাপোর্তা ও মেসির সম্পর্ক সেই থেকে ভাল নয়।

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নির্বাচনকে সামনে রেখে বার্সেলোনা মেসির সঙ্গে যোগাযোগ করছে। লাপোর্তার শিবির থেকে অবশ্য যোগাযোগ করা হয়নি। ফলে মেসি যদি লাপোর্তার বিরোধী শিবিরকে সমর্থন করেন, তাহলে কিন্তু নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে। মেসি কী করেন, সেটাই এখন দেখার।

আরও পড়ুন: এক কিলো মাংস হাত থেকে খুবলে নিয়ে গিয়েছিল বাঁদর, জীবনের ভয়ঙ্কর এক কাহিনি শোনালেন রিঙ্কু, একবার নয়, পাঁচবার হয়েছিল বাঁদরের হামলা