আজকাল ওয়েবডেস্ক:‌ ফের ব্যর্থ বিরাট। মেলবোর্ন টেস্টে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও রান পেলেন না কোহলি। অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়েই ফের আউট। স্টার্কের বলে ক্যাচ চলে যায় প্রথম স্লিপে দাঁড়ানো উসমান খোওয়াজার কাছে।


মাত্র ৫ রান করেছেন বিরাট। গ্যালারিতে ছিলেন বিরাট পত্নী অনুষ্কা শর্মা ও লোকেশ রাহুলের স্ত্রী আথিয়া শেট্টি। বিরাট আউট হতেই অনুষ্কা চোখ বন্ধ করে ফেলেন। বাঁ হাত দিয়ে মুখ ঢাকেন। এদিকে পাশে বসা আথিয়াকেও হতাশা প্রকাশ করতে দেখা যায়। এদিকে লোকেশ রাহুল আউট হতেই দু’হাতে মুখ ঢেকে বসে থাকতে দেখা যায় আথিয়াকেও। এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।


এটা ঘটনা চলতি সিরিজে বারবার অফস্টাম্পের বল তাড়া করতে গিয়ে আউট হয়েছেন বিরাট। ড্রাইভ করার লোভ সামলাতে পারছেন না তিনি। আর এই ফাঁদেই বারবার তাঁকে ফেলছেন অজি বোলাররা। নেট অনুশীলনে খেলছেন একরকম আর ম্যাচে গিয়ে একেবারে গুলিয়ে ফেলছেন। একমাত্র পারথ টেস্টের দ্বিতীয় ইনিংস ছাড়া বাকি সাত ইনিংসে বিরাটের ব্যাটে রান নেই। মেলবোর্নে প্রথম ইনিংসে তাও ৩৬ করেছিলেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে হলেন ফের ব্যর্থ।


এদিকে, মেলবোর্ন টেস্টের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট পেলেন বুমরা। ম্যাচে হল নয় উইকেট। চার টেস্টে বুমরা পেয়েছেন ৩০ উইকেট। তিনিই চলতি বর্ডার গাভাসকার ট্রফিতে এখন সর্বোচ্চ উইকেটের মালিক।