আজকাল ওয়েবডেস্ক: মিচেল স্টার্কের পরিবর্ত খুঁজে নিল কলকাতা নাইট রাইডার্স। রবিবার, আইপিএলের মেগা নিলামের প্রথমদিন ৬ কোটি ৫০ লক্ষতে আনরিচ নোখিয়াকে কিনল কেকেআর। দুরন্ত গতি এবং ডেথ ওভারে উইকেট তুলে নেওয়ার বিশেষজ্ঞ প্রোটিয়া পেসার। যার ফলে তাঁর সংযোজনে বোলিং বিভাগ শক্তিশালী হল নাইটদের। নোখিয়ার বেস প্রাইস ছিল ২ কোটি। তাঁকে পেতে এদিন বিশেষ লড়াই করতে হয়নি কেকেআরকে। প্রথমে তাঁর জন্য দর হাঁকায় লখনউ সুপার জায়ান্টসও। কিন্তু শেষপর্যন্ত পিছিয়ে যায়। গত বছর ২৪.৭৫ কোটির বিশাল অঙ্কে স্টার্ককে কিনেছিল কেকেআর। কিন্তু এবার ভেঙ্কটেশ আইয়ারের জন্য বড় অঙ্ক খরচ করে ফেলায়, অন্য কোনও প্লেয়ারের পেছনে আর বড় অঙ্ক খরচ করতে চায়নি।
২০২০ সালে দিল্লি ক্যাপিটলসে আইপিএল যাত্রা শুরু হয় প্রোটিয়া স্পিডস্টারের। প্রথম মরশুমেই নজর কাড়েন। ২২ উইকেট তুলে নিয়ে প্রথমবার দিল্লিকে আইপিএলের ফাইনালে উঠতে সাহায্য করেন। পরের বছরও দুর্ধর্ষ ফর্মে ছিলেন। ৮ ম্যাচে ১২ উইকেট তুলে নেন। ২০২২ সালের নিলামের আগে তাঁকে রেখে দেয় দিল্লি। পরের দু'বছরও যথেষ্ট ভাল পারফর্ম করেন। কিন্তু তারপরই চোটের কবলে পড়েন নোখিয়া। গত আইপিএলে ছন্দপতন ঘটে। চোট সারিয়ে ফিরলেও কোটিপতি লিগে তেমন সাফল্য পাননি। তবে টি-২০ বিশ্বকাপে ফর্মে ফেরেন। টুর্নামেন্টে চতুর্থ সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী ছিলেন। প্রথমবার দক্ষিণ আফ্রিকাকে টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠতে সাহায্য করেন। এবার ইডেনের সবুজ গালিচায় নোখিয়া ফুল ফোটাতে পারেন কিনা সেটাই দেখার।
