আজকাল ওয়েবডেস্ক: ইংরেজ অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের বড় ছেলে এবার কাউন্টি ক্রিকেটে। কেন্টের সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ফ্লিনটফের বড় ছেলে কোরে।
বাবার মতোই জোরে বোলিং অলরাউন্ডার কোরে। ১৯ বছরের কোরে ল্যাঙ্কাশায়ারের বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলে অবশেষে কেন্ট দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ল্যাঙ্কাশায়ারের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর ফ্লিনটফ তাঁর বড় ছেলেকে নিয়ে এসেছিলেন কেন্টে। সেখানে এসেক্সের বিরুদ্ধে দু’দিনের ওয়ার্ম আপ ম্যাচে কোরে এতটাই ভাল বোলিং করেছেন যে একেবারে সরাসরি চুক্তিবদ্ধ হয়ে গেলেন।
কোরে বলেছেন, ‘অ্যাডাম হলিওকের মতো সাপোর্ট স্টাফরা এখানে রয়েছে। এখানে আরও উন্নতি করতে পারব। ড্রেসিংরুমের পরিবেশ অত্যন্ত ভাল। সবাই আমাকে অভ্যর্থনা জানিয়েছে। আপাতত দলের হয়ে প্রথম ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছি।’
চুক্তি অনুযায়ী খেলার পাশাপাশি পড়াশুনোও করতে পারবেন কোরে।
প্রসঙ্গত, দেশের হয়ে তিন ঘরানা মিলিয়ে ১৯৯৮ থেকে ২০০৯ পর্যন্ত ফ্লিনটফ খেলেছিলেন ২২৭ ম্যাচ। দেশের অন্যতম সেরা অলরাউন্ডার তিনি। খেলা ছাড়ার পর একাধিক দলের কোচিংও করিয়েছেন। এবার ছেলে এলেন কাউন্টিতে।
