আজকাল ওয়েবডেস্ক: দু'দিন আগেই মানোলো মার্কুয়েজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এবার ভারতীয় সিনিয়র দলের কোচের জন্য বিজ্ঞাপন দিল এআইএফএফ।‌ আবেদন জমা দেওয়ার শেষ দিন ১৩ জুলাই। যোগ্য প্রার্থীর অন্তত ১০ থেকে ১৫ বছরের কোচিং অভিজ্ঞতা থাকতে হবে। সেটা এলিট ইউথ এবং সিনিয়র দলের হয়ে থাকতে হবে। হেড কোচ হিসেবে কোনও জাতীয় দলকে কোচিং করানোর অভিজ্ঞতা থাকলে সে অগ্রাধিকার পাবে। বিশ্বকাপ বা কোনও মহাদেশীয় চ্যাম্পিয়নশিপে কোচিং করার অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা। এএফসি বা ইউয়েফা প্রো লাইসেন্স বা তার সমতুল্য কোনও কোচিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। এই ক্রাইটেরিয়া মেনে যোগ্য প্রার্থীকে আবেদন করতে হবে। ১৩ জুলাই আবেদন জমা দেওয়ার শেষ দিন। 

মানোলোর উত্তরসূরি বাছতে খুব বেশি দেরী করতে চাইছে না ফেডারেশন। তাই আবেদন জমা দেওয়ার সময়সীমা ১৩ জুলাই পর্যন্ত রাখা হয়েছে। ভারতীয় কোচদের মধ্যে দৌড়ে এগিয়ে সঞ্জয় সেন এবং খালিদ জামিল। দু'জনেই হেড কোচের পদের জন্য আবেদন করবেন। একটা সময় শোনা গিয়েছিল, এবার দেশীয় কোচ চাইছে ফেডারেশন। কমিটির অনেকেই ভারতীয় কোচের পক্ষে। সবদিক বিবেচনা করে দৌড়ে এগিয়ে সঞ্জয় সেন। তিনি নিজেও জাতীয় দলকে কোচিং করাতে আগ্রহী। তবে ফেডারেশনের দেওয়া কয়েকটা ক্রাইটেরিয়া দেখে মনে হচ্ছে, বিদেশি কোচের পথও খোলা রাখা হচ্ছে। ভারতীয়দের মধ্যে রয়েছে দুটো নাম। এছাড়া এখনও পর্যন্ত কারোর নাম শোনা যায়নি। চলতি মাসের মধ্যেই জাতীয় সিনিয়র দলের নতুন কোচ নিয়োগ করতে চাইছে ফেডারেশন।