আজকাল ওয়েবডেস্ক: আসন্ন মহিলা বিশ্বকাপের আগে মহেন্দ্র সিং ধোনিকেই আদর্শ মেনে প্রস্তুতি নিচ্ছেন পাকিস্তান মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ফাতিমা সানা। তিনি যে মহেন্দ্র সিং ধোনিকে আদর্শ মেনেই এগোচ্ছেন তা নিজের মুখেই স্বীকার করেছেন তিনি। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে এই টুর্নামেন্ট। পাকিস্তানের সব ম্যাচ হবে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ২ অক্টোবর বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। বিশ্বকাপের আগে অধিনায়কত্ব নিয়ে কিছুটা নার্ভাস হলেও ধোনির ধৈর্য ও নেতৃত্বগুণকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন সানা। 

সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে অধিনায়কত্ব করতে গেলে শুরুতে কিছুটা নার্ভাস হওয়াটা স্বাভাবিক। তবে আমি ধোনিকে অনুসরণ করি। ভারত তো বটেই, এমনকি চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবেও ওঁর খেলা দেখেছি। মাঠে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, শান্ত স্বভাব এবং সতীর্থদের পাশে দাঁড়ানোর মানসিকতা, এসব থেকে অনেক কিছু শেখার আছে। অধিনায়কত্ব হাতে পাওয়ার পর থেকেই ভেবেছিলাম ধোনির মতো হতে হবে। ওঁর ইন্টারভিউও দেখি, সেখান থেকেও অনেক কিছু শেখা যায়।’ উল্লেখ্য, বিশ্বকাপ শুরুর আগে পাকিস্তান মহিলা দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

আগামী ১৬ সেপ্টেম্বর শুরু হবে সেই সিরিজ। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। উল্লেখ্য, গত এপ্রিলে হওয়া আইসিসি মহিলা বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে মূল পর্বের যোগ্যতা অর্জন করে পাকিস্তান। ফাতিমা সানার নেতৃত্বাধীন দল পাঁচটি ম্যাচেই জয়ী হয়, যার মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের বিরুদ্ধেও জয় ছিল। শীর্ষ স্থান নিয়ে শেষ করেছিল তারা। মহিলা একদিনের বিশ্বকাপের জন্য রেকর্ড পরিমাণ পুরস্কার অর্থের ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ামক সংস্থা। আইসিসি সোমবার জানিয়েছে, এবারে মহিলা বিশ্বকাপের আসরে মোট আর্থিক পুরস্কারের জন্য তহবিল ধরা হয়েছে ১৩.৮৮ মিলিয়ন মার্কিন ডলার।

উল্লেখ্য, এই টাকার অঙ্ক গতবারের বিশ্বকাপের যে পরিমাণ টাকা দেওয়া হয়েছিল তার থেকে প্রায় ২৯৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ৪.৪৮ মিলিয়ন মার্কিন ডলার। এই টাকার অঙ্ক ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত মহিলাদের বিশ্বকাপের পুরো প্রাইজমানির থেকেও বেশি। তবে সবথেকে বড় চমক হল, এবারের মোট প্রাইজমানি পুরুষদের ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপকেও ছাড়িয়ে গেছে। গত বছর ভারতের মাটিতে হওয়া সেই টুর্নামেন্টে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়ে পেয়েছিল ৪ মিলিয়ন ডলার। অথচ মহিলাদের এবারের আসরে শুধু চ্যাম্পিয়নরাই পাবে ৪.৪৮ মিলিয়ন ডলার। আইসিসি আয়োজিত মহিলা বিশ্বকাপের বিস্তারিত পুরস্কার কাঠামো অনেকটা এরকম।

টুর্নামেন্টের মোট প্রাইজ মানি: ১৩.৮৮ মিলিয়ন মার্কিন ডলার

চ্যাম্পিয়ন: ৪.৪৮ মিলিয়ন মার্কিন ডলার

রানার্স-আপ: ২.২৪ মিলিয়ন মার্কিন ডলার

সেমিফাইনালিস্ট: ১.১২ মিলিয়ন মার্কিন ডলার

গ্রুপ পর্বের প্রতিটি জয়: ৩৪,৩১৪ মার্কিন ডলার

প্রতিটি দলকে নিশ্চিত অর্থ: ২,৫০,০০০ মার্কিন ডলার

বিশ্বকাপের আগে এই প্রাইজমানির কাঠামোকে মহিলাদের ক্রিকেটের ইতিহাসে নজিরবিহীন পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আইসিসি চেয়ারম্যান জয় শাহ সোমবার এক বিবৃতিতে বলেন, ‘এটি মহিলাদের ক্রিকেটের যাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রায় চার গুণ প্রাইজমানি বৃদ্ধি মহিলাদের ক্রিকেটের প্রতি আমাদের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির প্রতিফলন’। উল্লেখ্য, একদিনের ক্রিকেটের মহিলা বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। মেগ ল্যানিং, অ্যালিসা হিলির অস্ট্রেলিয়া সহ বিশ্বের সেরা আটটি দল অংশ নেবে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে। যা মহিলাদের ক্রিকেটের জনপ্রিয়তা এবং মর্যাদা আরও বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে।