আজকাল ওয়েবডেস্ক: ছিল লেন্থ বল। হাঁটু মুড়ে উড়িয়ে দিলেন হাসান ইসাখিলমিড উইকেট দিয়ে উড়ে গেল বল। বিশাল এক ছক্কা মেরে বসলেন হাসান। বোলারের দিকে তাকিয়ে হেসেই দিলেন তিনি। সেই বোলার যে আবার হাসানের বাবা। আফগান তারকা মহম্মদ নবি। বাবা-ছেলে ক্রিকেট মাঠে সম্মুখ সমরে। এমন দৃশ্য স্মরণকালের মধ্যে কেউ কি দেখেছেন! না দেখারই কথা। সেই বিরল দৃশ্য দেখা গেল আফগান-ভূমে। 

আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় বিরল এক মুহূর্তেরও জন্ম হল। বির দল মিস আইনাক নাইটসের বিরুদ্ধে আমো শার্কসের হয়ে ইনিংস ওপেন করতে নামেন হাসান। দলের স্কোর যখন ২ উইকেটে ৬৬, নবম ওভারে বল করতে আসেন মহম্মদ নবি। তাঁর অভিজ্ঞতার ভাণ্ডার যে প্রচুর। ৩০৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়ে গিয়েছে নবির৪০ বছর বয়সী তারকার প্রথম বলে ছক্কা মেরে বসেন ১৮ বছরের হাসান।

ছেলের বিশাল ছক্কা মারা দেখে বিস্মিত হন নবিধারাভাষ্যকার বলে ওঠেন, “এ কেমন ব্যাপার। ছেলেকে বোলিং করছে বাবা। হাসানের অভিব্যক্তি ছিল এমন। মাঠের বাইরে তোমার প্রতি আমার অনেক শ্রদ্ধা বাবা, কিন্তু এরকম বোলিং করলে আমি ছক্কা হাঁকাবই'' 

আরও পড়ুন: এখনকার প্রজন্ম খেলাধুলা করে না, চিন্তিত বিশ্বচ্যাম্পিয়ন ধোনি, তুলে ধরলেন নিজের মেয়ের কথাও

নবির ওভারে মোট ১২ রান ওঠে। ছেলের হাতে মার হজম করার পরে আর বোলিং করতে আসেননি আফগান তারকা। যে বোলার প্রতিপক্ষের বাঘা বাঘা ব্যাটসম্যানের রাতের ঘুম কেড়ে নিয়েছেন সেই তারকা ক্রিকেটার কিনা একরত্তি ছেলের হাতে ছক্কা হজম করলেন।

টি চার ও ২টি ছক্কায় ৩৬ বলে ৫২ রানের নিংস খেলেন হাসান। দুরন্ত ব্যাটিং করেও কিন্তু হাসান ম্যাচটা জিততে পারেননি। তাদের করা ১৬২ রান ৫ উইকেট ও ১৮ বল হাতে রেখে পেরিয়ে যায় নবির দল। ছক্কা মেরে ম্যাচ শেষ করেন নবি। তিনি দেখিয়ে দিলেন, বুড়ো হাড়েও তিনি ভেল্কি দেখাতে পারেন। 

বাবা অলরাউন্ডার। ছেলে হাসান টপ অর্ডার ব্যাটসম্যান। কয়েক বছর ধরেই চর্চায় তিনি। ২০২৩ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে তিনি ৩২ বলে পঞ্চাশ করেন। আফগানিস্তানের হয়ে খেলেন ২০২৪ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেসেই বছর কাবুল প্রিমিয়ার লিগে ১৯ ছক্কা ও ৮ চারে ৫১ বলে ১৫৬ রানের ইনিংস খেলে রীতিমতো শোরগোল ফেলে দেন।

মে মাসে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেসেঞ্চুরি হাঁকিয়ে শিরোনামে আসেন হাসান। এখন পর্যন্ত চারটি প্রথম শ্রেণির ম্যাচে দুটি সেঞ্চুরি করেছেন তিনি। ২৫টি টি-টোয়েন্টি ম্যাচে তাঁর রান ৫৯৯। একদিন ছেলের সঙ্গে জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেন নবি। সেই স্বপ্ন সত্যি হতেই হয়তো চলেছে। কথায় বলে, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া। সেই পথেই এগোচ্ছেন নবির ছেলে হাসান।

?ref_src=twsrc%5Etfw">July 22, 2025

আরও পড়ুন:‘হ্যান্ড অব গড’ ম্যাচে শিলটনের জার্সি এবার নিলামে, কত দাম উঠতে পারে?