আজকাল ওয়েবডেস্ক: নতুন নজির গড়লেন অ্যাডাম জাম্পা। প্রাক্তন পেসার ন্যাথান ব্র্যাকেনকে টপকে একদিনের আন্তর্জাতিকে অস্ট্রেলিয়ার অষ্টম সর্বোচ্চ উইকেটে শিকারী হলেন অজি স্পিনার। লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ একদিনের আন্তর্জাতিকে এই নজির গড়লেন জাম্পা। ৮ ওভারে ৬৬ রান দিয়ে দুটো উইকেট তুলে নেন। ইকোনমি রেট ৮.২৫। বেন ডাকেট এবং হ্যারি ব্রুকের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। ২০১৬ সালে অভিষেকের পর ১৭৫ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ান স্পিনার। গড় ২৭.৯৯। সেরা বোলিং ৩৫ রানে ৫ উইকেট। একদিনের ক্রিকেটে একবারই পাঁচ উইকেট নেন। ১১ বার চার উইকেট নেওয়ার নজির রয়েছে তাঁর। লর্ডসে ব্র্যাকেনকে টপকে নতুন রেকর্ড সৃষ্টি করেন জাম্পা। 

এর আগে একসময়ের একনম্বর অজি পেসার নাথান ব্র্যাকেনের দখলে ছিল এই রেকর্ড। ১১৬ একদিনের ম্যাচে ১৭৪ উইকেট নেন তিনি। গড় ২৪.৩৬। দু'বার পাঁচ উইকেট নেওয়ার নজির রয়েছে। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ উইকেটের তালিকায় যৌথভাবে একনম্বরে রয়েছেন মিচেল স্টার্ক এবং ব্রেট লি। দু'জনেরই সংগ্রহ ৩৮০ উইকেট। একদিনের আন্তর্জাতিকে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ উইকেটে সংগ্রহকারী এই দু'জন। এদিন বৃষ্টির জন্য ওভার কমে ৩৯ হয়। নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ৩১২ রান তোলে ইংল্যান্ড। জবাবে ২৪.৪ ওভারে মাত্র ১২৬ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ১৮৬ রানে জেতে ইংল্যান্ড।