আজকাল ওয়েবডেস্ক: টি-২০ ক্রিকেটে ব়্যাঙ্কিংয়ের সাপ-লুডোর খেলায় জায়গা ধরে রাখলেন অভিষেক শর্মা এবং বরুণ চক্রবর্তী। ব্যাটিং এবং বোলিংয়ের ক্রমতালিকায় একনম্বরে দুই ভারতীয় তারকা। সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে উইকেট না পেলেও চার ওভারে ২৫ রান দেন বরুণ। ১৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিজের দখলে রাখলেন। বোলারদের ব়্যাঙ্কিংয়ে ছয় ধাপ ওপরে উঠলেন হার্দিক পাণ্ডিয়া। তবে অলরাউন্ডারদের তালিকায় একনম্বর স্থান ধরে রাখেন। এদিকে এশিয়া কাপের প্রথম তিন ম্যাচে রান পান অভিষেক। গ্রুপ পর্বে সংযুক্ত আরব আমিরশাহি, পাকিস্তান এবং ওমানের বিরুদ্ধে রান পান। তারপর সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে ৭৪ রান করেন। তিন ধাপ ওপরে ওঠেন অভিষেকের সতীর্থ তিলক বর্মা। ১৯ বলে ৩০ রানে অপরাজিত থেকে তিন নম্বরে উঠে আসেন। 

এশিয়া কাপে পারফরম্যান্সের ভিত্তিতে বোলারদের ক্রমতালিকায় ওপরে উঠে আসেন আবরার আহমেদ। ৭০৩ রেটিং পয়েন্ট নিয়ে ১২ ধাপ ওপরে উঠে চার নম্বরে পাকিস্তানের লেগ স্পিনার। শ্রীলঙ্কার বিরুদ্ধে এক উইকেটের আগে সংযুক্ত আরব আমিরশাহি ম্যাচে জোড়া উইকেট নেন। ভারতের বিরুদ্ধে এক উইকেট পান। ছয় ধাপ ওপরে উঠে প্রথম দশে প্রবেশ করলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমন। পাকিস্তানের হ্যারিস রউফও ব়্যাঙ্কিংয়ে এগোন। ব্যাটিং ব়্যাঙ্কিংয়ে বেশ কিছুটা ওপরে উঠে আসেন সাহিবজাদা ফারহান। ভারতের বিরুদ্ধে রান পাওয়ার পর ২৪ নম্বরে উঠে আসেন পাকিস্তানের ব্যাটার। অলরাউন্ডারদের মধ্যে ক্রমতালিকায় এগোন পাকিস্তানের ফাইম আশরাফ এবং শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। 

আগের দিনই অভিষেক শর্মাকে দরাজ সার্টিফিকেট দেন চেতেশ্বর পূজারা। টি-২০ ক্রিকেটে অন্যতম সেরা প্লেয়ারের তকমা দেন ভারতের প্রাক্তনী। এশিয়া কাপ চলাকালীন এক সর্বভারতীয় টিভি চ্যানেলের সাক্ষাৎকারে এমন জানান পূজারা। ৪ ম্যাচে ১৭৩ রান অভিষেকের। রবিবার সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৩৯ বলে ৭৪ রান করেন বাঁ হাতি ওপেনার। ৭ বল বাকি থাকতে ১৭২ রান তাড়া করে জেতে ভারত। টিম ইন্ডিয়ার রিজার্ভ দলের প্রশংসাও করেন পূজারা। এর জন্য ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলের কৃতিত্ব দেন। ভারতের প্রাক্তনী মনে করেন, কঠিন পরিস্থিতিতে খেলার জন্য মানসিকভাবে তৈরি করে দেয় এই টুর্নামেন্ট। পূজারা বলেন, 'আমাদের দারুণ প্রতিভা আছে। অভিষেক সেরা টি-২০ প্লেয়ারদের মধ্যে অন্যতম। সব ফরম্যাটে রিজার্ভ বেঞ্চ শক্তিশালী। আমরা সেটা ইংল্যান্ডে দেখেছি। যখনই সুযোগ পাবে, নিজেদের প্রমাণ করবে। এর কৃতিত্ব ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলকে দিতে হবে। এইভাবে খেলতে থাকলে, ভারতীয় দলকে হারানো কঠিন। প্রচুর প্রতিভা আছে দলে।'