আজকাল ওয়েবডেস্ক: ব্যাট হাতে সময়টা ভাল যাচ্ছে না বাবর আজমের। এই পরিস্থিতিতে বাবর আজমের পাশে দাঁড়ালেন এবি ডিভিলিয়ার্স। বাবর আজমকে পরামর্শ দিয়ে এবিডি বলছেন, ''শুধু রান করার দিকে মনোযোগ দাও।'' এর পরেই ডিভিলিয়ার্স বলেন, ''আমি এই একই পরামর্শ আমার সন্তানকেও দিই। দলে সুযোগ না পেলে বা পছন্দের জায়গায় ব্যাট করতে না পারলে হতাশ হয়ে যায় আমার সন্তান। তখন ওকে এই পরামর্শ দিয়ে থাকি।''

ছন্দে না থাকলেও ডি ভিলিয়ার্স মনে করেন, পাক তারকা ফর্মেই রয়েছে। দক্ষিণ আফ্রিকান তারকাকে বলতে শোনা গিয়েছে, ''বাবর আজম ভাল ফর্মে রয়েছে। কাজ চালিয়ে যেতে হবে বাবরকে। হাশিম আমলার সঙ্গে ছ'হাজার রানের মাইলফলকে দ্রুততম বাবর। এর অর্থই হল ঠিকঠাকই এগোচ্ছে বাবর।'' 

বাবরের উপরে এখন আর নেতৃত্বের ভার নেই। ডিভিলিয়ার্স মনে করেন, ''নেতৃত্বের চাপ নেই বাবরের উপরে। এখন রিজওয়ানের উপরে নেতৃত্বের চাপ। রান করে রিজওয়ানকে সাহায্য করা উচিত বাবরের।''


ডি ভিলিয়ার্সের পরামর্শ কি শুনলেন বাবর আজম?