আজকাল ওয়েবডেস্ক: তিন ভারতীয় পণবন্দি। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ৩ ভারতীয়কে পণবন্দি করল সশস্ত্র জঙ্গিরা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ঘটনার সঙ্গে যুক্ত আল–কায়দা ঘনিষ্ঠ স্থানীয় সন্ত্রাসবাদী সংগঠন নুসরত আল–ইসলাম ওয়াল–মুসলিমিন (জেএনআইএম)। এই ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছে দিল্লি। ভারতীয়দের পণবন্দি করার পিছনে বিশেষ কোনও উদ্দেশ্য আছে কিনা তা এখনও স্পষ্ট হয়নি।
 
 জানা গেছে একটি কারখানায় হানা দিয়ে তিন ভারতীয়কে পণবন্দি করে জঙ্গিরা। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ‘এই তিন ভারতীয়কে নিরাপদে ফিরিয়ে আনার জন্য মালির সরকারকে উপযুক্ত সব পদক্ষেপ করার আর্জি জানানো হয়েছে।’ মালির ভারতীয় দূতাবাস সে দেশের সরকারের সঙ্গে এই বিষয়ে নিয়মিত যোগাযোগ রেখে চলছে বলেও জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় সরকারের তরফে মালিতে বসবাসকারী ভারতীয়দের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যে কোনও প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। পাশাপাশি তিন জনের পরিবারকে সব রকমের সহায়তা করার আশ্বাস দেওয়া হয়েছে।
 
 মালির স্থানীয় সংবাদমাধ্যমগুলি মারফত জানা গিয়েছে, মঙ্গলবার মালির একটি সিমেন্ট কারখানায় হঠাৎই সশস্ত্র হামলা চালায় জঙ্গিরা। তার পরেই ওই কারখানায় কাজ করা তিন ভারতীয়কে তুলে নিয়ে যায় তারা। মালিতে একাধিক সন্ত্রাসবাদী হামলা চালানোর অভিযোগ রয়েছে এই জঙ্গি সংগঠনটির বিরুদ্ধে।
