আজকালের প্রতিবেদন, শিলিগুড়ি:‌ বেঙ্গল চেম্বারের আয়োজনে ও টেকনো ইন্ডিয়া গ্রুপ ওয়ার্ল্ড স্কুলের সহযোগিতায় প্রথমবারই টেকনো ইন্ডিয়া গ্রুপ ওয়ার্ল্ড স্কুলের মাঠে ফুটসল দারুণ সাড়া ফেলল। মঙ্গলবার প্রতিযোগিতার উদ্বোধনে খেলা দেখতে মাঠে ভিড়ও জমল। আন্তঃস্কুল প্রতিযোগিতায় সেরা হল লাইমলাইট সিনিয়র সেকেন্ডারি স্কুল। উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় ৪–২ গোলে হারায় সুকনার আর্মি পাবলিক স্কুলকে। চ্যাম্পিয়ন দলের রণবীর মোদক জোড়া গোল করে। একটি করে গোল পায় আয়ূষ মোদক ও সুমিত সিংহ। আর্মি পাবলিকের হয়ে অংশ রাই দু’‌টি গোল করে। প্রতিযোগিতার সেরা ফুটবলার নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের রণবীর মোদক। সেরা গোলরক্ষকের পুরস্কার পায় একই দলের নীতি মল্লিক।
 পুরস্কার তুলে দেন টেকনো ইন্ডিয়া গ্রুপের ডিরেক্টর দেবদূত রায়চৌধুরি, ভাইস প্রেসিডেন্ট ভাস্কর রায়, টেকনো ইন্ডিয়া গ্রুপ ওয়ার্ল্ড স্কুলের ডিরেক্টর মীরা ভট্টাচার্য। ছিলেন বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারপার্সন সুব্রত দত্ত, কো–চেয়ারপার্সন তন্ময় ব্যানার্জি, সদস্য মানব পাল–সহ অন্য বিশিষ্টরা। টেকনো ইন্ডিয়া গ্রুপ ওয়ার্ল্ড স্কুল ও বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ যৌথভাবে আয়োজিত এই প্রতিযোগিতায় আটটি স্কুল অংশগ্রহণ করেছিল। নকআউট প্রতিযোগিতায় প্রথম সেমিফাইনালে আর্মি পাবলিক স্কুল ১–০ গোলে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলকে হারিয়ে ফাইনালে ওঠে। দ্বিতীয় সেমিফাইনালে ডিপিএস–কে ৩–০ গোলে হারিয়ে লাইমলাইট ফাইনালে জায়গা করে নেয়। 
বুধবার প্রতিযোগিতার শেষ দিনে আটটি কলেজ অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী দলগুলি হল— শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি (‌১)‌, শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি (‌২)‌, নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ (‌১), নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ (‌২), আইআইএএস স্কুল অফ ম্যানেজমেন্ট, এপিসি কলেজ, ইন্সপিরিয়া নলেজ ক্যাম্পাস এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিগ্যাল স্টাডিজ। দু’‌দিনের ফুটসলে পড়ুয়াদের মধ্যেও যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গেছে। শেষ দিনেও খেলা দেখতে মাঠে ভিড় জমবে বলে আয়োজকরা মনে করছেন।