আজকাল ওয়েবডেস্ক: ঘূর্ণাবর্ত কাটতেই পারা পতন শুরু হয়েছে। চলতি মরশুমে এই প্রথম ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামল কলকাতার তাপমাত্রা। বুধবার সকালে আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস। যদিও এই তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েকদিনে আরও কিছুটা নামবে তাপমাত্রার পারদ। তবে শীত আসতে এখনও দেরি বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
প্রসঙ্গত, জলীয় বাষ্পের কারণে দিনের বেলা ঠান্ডার আমেজ সেভাবে না থাকলেও, সন্ধে পড়তেই কমছে তাপমাত্রার পারদ। হাওয়া অফিসের মতে, আগামী শুক্র–শনিবার ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামতে পারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। জেলায় জেলায় আরও কিছুটা কমতে পারে পারদ।
প্রসঙ্গত, জলীয় বাষ্পের কারণে দিনের বেলা ঠান্ডার আমেজ সেভাবে না থাকলেও, সন্ধে পড়তেই কমছে তাপমাত্রার পারদ। হাওয়া অফিসের মতে, আগামী শুক্র–শনিবার ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামতে পারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। জেলায় জেলায় আরও কিছুটা কমতে পারে পারদ।
