আজকাল ওয়েবডেস্ক: শনিবার রাত অবধি হাসপাতালেই থাকবেন রেশন বন্টন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। চিকিৎসকদের পরামর্শ এমনই। মন্ত্রী হাসপাতালে থাকলেও চলবে ইডির নজরদারি। এদিকে, জ্যোতিপ্রিয়র জন্য আলাদা করে কোনও মেডিক্যাল বোর্ড তৈরি হয়নি। একজন নেফ্রোলজিস্ট এবং কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে থাকবেন তিনি। শুক্রবার ভোর রাতে গ্রেপ্তারির পর জ্যোতিপ্রিয়কে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় জোকায় ইএসআই হাসপাতালে। তিন ঘণ্টা ধরে স্বাস্থ্যপরীক্ষার পর তাঁকে আনা হয় ব্যাঙ্কশাল কোর্টে। শুনানি চলাকালীন অসুস্থও হয়ে পড়েন মন্ত্রী। বিচারক তাঁকে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন। এরপরই পরিবারের ইচ্ছা অনুসারে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আপাতত শনিবার রাত অবধি সেখানেই থাকবেন জ্যোতিপ্রিয়। 
