আজকাল ওয়েবডেস্ক:‌ দার্জিলিং ঘুরতে গেলে এবার থেকে পর্যটকদের দিতে হবে কর। যা ২০ টাকা ধার্য করা হয়েছে। সোমবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে দার্জিলিং পুরসভা। বিভিন্ন হোটেল মালিক ও পর্যটন ব্যবসায়ীদের এই করের কথা জানিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে করের কুপনও পৌঁছে দেওয়া হয়েছে হোটেলগুলিতে। পুরসভা জানিয়েছে, জঞ্জাল সাফাইয়ের জন্য নেওয়া হবে এই কর।  প্রসঙ্গত, এই কর গত ৩০ বছর ধরে চালু রয়েছে দার্জিলিংয়ে। মাঝের কয়েকটি বছর পর্যটকদের থেকে ওই কর নেওয়া বন্ধ হয়েছিল। পুনরায় তা চালু করা হল। যদিও এই সিদ্ধান্তে খুশি নয় হোটেল মালিক ও পর্যটন ব্যবসায়ীরা।