আজকাল ওয়েবডেস্ক: অনেকেই মনে করেন বাতকর্ম করা খুবই লজ্জার বিষয়। তাই লোকলজ্জার ভয়ে তীব্র অসুবিধা সত্ত্বেও নিজেকে আটকে রাখতে হয়। কিন্তু সেই কাজেই যে কতবড় বিড়ম্বনা তৈরি হতে পারে তার উদাহরণ মিলল সম্প্রতি। প্রেমিকের সামনে নিজের ভাবমূর্তি ধরে রাখতে গিয়েই যে এমন চরম বিপত্তি ঘটতে পারে, তা হয়তো কল্পনাও করেননি আয়ারল্যান্ডের তরুণী কারা ক্লার্ক। ২১ বছর বয়সি প্রেমিক কাইল ডাফির সামনে গত দু’বছর ধরে অস্বস্তি এড়াতে বেগ এলেও বায়ুত্যাগ করতেন না ১৯ বছরের কারা। তার জেরেই সম্প্রতি পেটে অস্ত্রোপচার করাতে হল তাঁকে।
আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে?
গত ২৯ মার্চ কারা তাঁর টিকটক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন, যা ইতিমধ্যেই প্রায় ২২ লক্ষ মানুষ দেখেছেন। সেই ভাইরাল ভিডিওতে কারা জানান, গত মঙ্গলবার কর্মক্ষেত্রে থাকাকালীন তাঁর পেটে তীব্র যন্ত্রণা শুরু হয়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানান, তাঁর অ্যাপেন্ডিক্সে সংক্রমণ হয়েছে এবং সেটি ফেটে যাওয়ার আগেই অস্ত্রোপচার করে বাদ দিতে হবে। কারার দৃঢ় বিশ্বাস, প্রেমিকের সামনে গ্যাস চেপে রাখার কারণেই এই বিপত্তি। যদিও তাঁর প্রেমিক কাইল এই যুক্তি শুনে হেসে খুন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: লাবুবু ঘিরে বাড়ছে আতঙ্ক! পুতুল, নাকি শয়তানের দূত? ভয়াবহ অভিজ্ঞতায় সন্ত্রস্ত বলি নায়িকাও
কারা বলেন, “আমি প্রেমিকের সামনে গ্যাস চেপে রাখি ঠিকই, কিন্তু তার জন্য যে হাসপাতালে ভর্তি হতে হবে, তা ভাবিনি। এমনি আমি বেশ খোলামেলা, শুধু এই একটা বিষয়েই যা একটু অস্বস্তি। সে দিন যন্ত্রণায় চোখে জল ধরে রাখতে পারছিলাম না। চিকিৎসকও আমার অবস্থা দেখে দুঃখপ্রকাশ করেন। আমি যন্ত্রণায় কুঁজো হয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম।”
তিনি আরও বলেন, “হাসপাতালে আমি আমার প্রেমিককেই দোষারোপ করতে শুরু করি। কারণ ওর সামনেই আমি সবসময় গ্যাস চেপে রাখি। আমরা দু’বছর ধরে সম্পর্কে আছি, কিন্তু আজও পরিস্থিতি বদলায়নি। আমার কথা শুনে ও প্রথমে কী বলবে বুঝেই উঠতে পারছিল না। শেষে বলে, ‘ঈশ্বর! লোকে তো ভাববে তুমি আমার সামনে সব কিছু করতেই ভয় পাও’।”
কারার এই ভিডিওতে প্রায় ২,৭০০টি মন্তব্য জমা পড়েছে। অনেকেই জানিয়েছেন, তাঁরাও কারার মতোই একই কাজ করেন। আবার অনেকে লিখেছেন, সঙ্গীর সামনে তাঁরা এ সবের কোনও পরোয়া করেন না। এক নেটিজেন তো সরাসরি লিখেছেন, “বায়ু চেপে রাখলে এমটাও হয়? আমারও তো এবার জয় লাগছে।”
বিশেষজ্ঞদের মত কী?
চিকিৎসকদের মতে, গ্যাস চেপে রাখা সাধারণত তেমন ক্ষতিকর নয়, তবে এর ফলে সাময়িক অস্বস্তি এবং পেট ফাঁপার মতো সমস্যা হতে পারে। এর থেকে অ্যাপেন্ডিসাইটিসের মতো গুরুতর অসুস্থতার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে দীর্ঘক্ষণ বা ঘন ঘন গ্যাস চেপে রাখলে অন্ত্রের উপর চাপ বাড়তে পারে, যা থেকে যন্ত্রণা বা অস্বস্তি হওয়া সম্ভব। শরীরে জমে থাকা গ্যাস শেষ পর্যন্ত কোনও না কোনও ভাবে ঠিকই বেরিয়ে যায়। হয় সেটি বায়ুত্যাগের মাধ্যমে নির্গত হয়, অথবা রক্তে শোষিত হয়ে ফুসফুসের মাধ্যমে নিঃশ্বাসের সঙ্গে বেরিয়ে যায়। কাজেই কারা যা বলছেন তাঁর আশঙ্কা কার্যত নেই বললেই চলে। হয়তো তাঁর আগে থেকেই অ্যাপেন্ডিক্স-এর সমস্যা ছিল। কোনও কারণে তিনি সেটি বুঝতে পারেননি।
