আজকাল ওয়েব ডেস্ক: যে কোনও সাজই যেন অসমাপ্ত থেকে যায়, যদি চোখের সাজ হয় বেমানান। গাঢ় কাজল কিংবা আই লাইনার অথবা আইশ্যাডো-মাসকারা, সাজের বড় অংশ জুড়ে থাকে আই মেকআপের কারসাজি। সাবেক থেকে পশ্চিমি কায়দা, ফিউশন থেকে ক্যাজুয়াল, যে কোনও পোশাকের সঙ্গে চোখের মেকআপের যুগলবন্দি নিয়ে আসতে পারে এক অসাধারণ লুক। তাহলে কীভাবে এবারের পুজোয় চোখের সাজে নজর কাড়বেন? জেনে নিন।
দু’চোখের মাদকতা তৈরিতে আই লাইনারের ভূমিকা অপরিসীম। পোশাকের সঙ্গে মানানসই আইলাইনার পরা জরুরি। শুধু কালো নয়, আজকাল বিভিন্ন রঙের আইলাইনারের সাজও বেশ ট্রেন্ডিং। এমনকী দুটি রঙেরও আইলাইনার ব্যবহার করতে পারেন।
আজকাল অনেকেই আমন্ড আই মেক আপ করেন। এই রকম চোখ আঁকতে প্রথমে লাইনার বা কাজল দিয়ে চোখের উপর পাতা বরাবর এঁকে নিন। আইশ্যাডো ব্রাশ দিয়ে কাজলের দু’প্রান্ত ভোঁতা করে নিন। চোখের নীচে দিন গাঢ় খয়েরি রঙের কাজল। একইভাবে আইশ্যাডো ব্রাশ দিয়ে স্মাজ করে নিন। পোশাকের সঙ্গে মিলিয়ে ন্যুড বা প্যাস্টেল শেডের আইশ্যাডো দিন চোখের তলায়।
আগে বলিপাড়ার নায়িকাদের প্রায় প্রত্যেককেই ফক্স আই মেপ আপ করতে দেখা যেত। এই ধরনের চোখ আঁকতে, প্রথমে চোখের উপর মোটা করে কাজল লাগিয়ে নিন। এবার লাইনার দিয়ে চোখের বাইরের দিকে, উপরের পাতা থেকে কোনাকুনি করে একটা লাইন টেনে নিন। সেই লাইনের শেষ প্রান্ত থেকে আরও একটি লাইন টেনে চোখের নীচের পাতার কোণে মেশান। যেন দেখতে ত্রিভুজাকৃতির মতো হয়। কাজল বা লাইনার দিয়ে ভরাট করে দিন। চোখের তলায় ওয়াটার লাইন বরাবর পরুন কাজল।
অনেকে আবার লাইনার নয়, চোখের তলায় মোটা করে কাজল করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আবার বিভিন্ন রঙের আইশ্যাডো চোখের সাজকে এক অন্য মাত্রা দেয়। বিশেষ করে খানিকটা জমকালো সাজে আইশ্যাডো খুব ভাল কাজ করে। সঙ্গে মাস্কারা লাগাতে ভুলবেন না। ঘন আঁখিপল্লব বদলে দেবে মুখের রূপ।
