আজকাল ওয়েবডেস্ক: পোশাকের সঙ্গে মোহময়ী চোখ, গাঢ় লিপস্টিকের ছোঁয়া। অনুষ্ঠান হোক কিংবা ঘরোয়া পার্টি, তুলির টানে রূপটান করতে ভালবাসেন অনেকে। কিন্তু মেকআপ করার সময়ে যতটা ধৈর্য থাকে, তোলার সময়ে ঠিক তার উল্টোটাই হয়। যার ফলে যতই নামীদামি প্রসাধনী হোক, সেই মেকআপ না তুললে যে ত্বকের উপর খারাপ প্রভাব পড়ে। এমনকী ত্বককে বড়সড় মাশুলও দিতে হয়। ঠিক কী কী ক্ষতি হতে পারে? দেখে নেওয়া যাক-

আসলে দীর্ঘক্ষণ ত্বকের উপর মেকআপ থাকলে শ্বাস নিতে পারে না ত্বক। বন্ধ হয়ে যায় রোমকূপ। এতে স্কিনে ব্রণ, ফুসকুড়ির সমস্যা দেখা দিতে পারে। মেকআপ না তুলে ঘুমিয়ে পড়লে শীঘ্রই ত্বক বুড়িয়ে যায়। দ্রুত বলিরেখা পড়ে। আসলে মেকআপের পরত কোলাজেন উৎপাদনের প্রবণতা বন্ধ করে দিতে পারে। ফলে ইলাস্টিন ভেঙে গেলে ত্বকে তাড়াতাড়ি বলিরেখা তৈরি হয়।

মুখের অন্যান্য অংশের মতো চোখের আশপাশের মেকআপও সযত্নে তুলতে হয়। বেশি চাপ দিলে বা মেকআপ ঠিক মতো না তুললে চোখের আশপাশে ভাঁজ পড়ে যায়। বয়সের ছাপ পড়ে মুখে। চোখে কাজল, মাস্করা, আইশ্যাডো পরিষ্কার না করে ঘুমিয়ে পড়লে সংক্রমণের সম্ভাবনা তৈরি হয়। অবশিষ্ট মেকআপ চোখে ঢুকে অস্বস্তি, চোখ লাল হয়ে যেতে পারে।

এছাড়া লিপস্টিক না তুললে ঠোঁট কালো হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। ঠোঁটের স্বাভাবিক রঙ নষ্ট হয়ে যেতে পারে।