আজকাল ওয়েবডেস্ক: বেশ কিছু ভ্যাকসিন বা টিকা শিশুকে দিতে হয় খুব অল্প বয়সেই। ভারতে যেমন এমএমাআর অর্থাৎ মামস, মিজলস এবং রুবেলার টিকা দিয়ে দেওয়া হয় খুব অল্প বয়সেই। ওরাল পোলিও ভ্যাকসিন বা মৌখিক পোলিও টিকা ছাড়া খাওয়ানোর মতো ভ্যাকসিন প্রায় নেই বললেই চলে। তাই সদ্যোজাত শিশুর থাই কিংবা হাতে ইঞ্জেকশনের মাধ্যমে অধিকাংশ টিকা দেওয়া হয়। ব্যথা লাগলেও ভবিষ্যতের কথা ভেবে বিষয়টি এড়িয়ে যাওয়ার উপায় নেই।

 

এবার সেই রকমই এক টিকাকরণের ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। তবে ভাইরাল হওয়ার নেপথ্যে শিশু বা টিকা কোনওটাই নয়। ভাইরাল হয়েছেন সন্তানকে টিকা দিতে নিয়ে আসা এক পিতা। সন্তানের কষ্টে যে মা বাবাও কতটা কষ্ট পান সেকথাই যেন মনে করিয়ে দিয়েছে এই ভিডিও। ঠিক কী দেখা যাচ্ছে সেই ভিডিওতে?

 

মোমোস ইউএসএ নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিওটিতে দেখা যাচ্ছে সদ্যোজাত কন্যাকে কোলে নিয়ে বসে রয়েছেন এক বাবা। শিশুকন্যাকে যেই না টিকা দেওয়া হয়েছে, তখনই যথারীতি কান্না জুড়েছে সে। আর কন্যার কান্না দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি যুবকও। সমান তালে কেঁদে উঠেছেন তিনিও। আশপাশের মানুষরা শান্ত করার চেষ্টা করলেও বাবা-মেয়ের কান্নাকাটি থামছেই না। প্রকাশের সঙ্গেসঙ্গে ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও। ইতিমধ্যেই ৮০ লক্ষ মানুষ ভিডিওটি দেখেছেন ইনস্টাগ্রামে।