আজকাল ওয়েবডেস্ক: “মেয়েদের অত লম্বা হতে নেই”- একসময় একথা বলেই তাঁকে বিরক্ত করতেন পাড়া-প্রতিবেশীরা। শিকার হতে হয়েছে হেনস্থারও। কিন্তু নিজের সেই উচ্চতাকে কাজে লাগিয়েই এখন লক্ষ লক্ষ টাকা আয় করছেন মডেল চার্লি মিল।
চার্লির উচ্চতা ছয় ফুট পাঁচ ইঞ্চি। ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা প্রায় দেড় লক্ষ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের জীবন নিয়ে মুখ খুলেছেন এই তারকা মডেল। সেখানেই তিনি জানান, স্কুলে পড়াকালীন নিজের উচ্চতার জন্য বারংবার হেনস্থার শিকার হতে হয়েছে তাঁকে। ফলস্বরূপ মানসিক অবসাদ চেপে ধরেছিল তাঁকে। বেড়ে গিয়েছিল ওজন। কিন্তু ২০২০ সালে নিজের জীবনে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন চার্লি। শুরু করেন মডেলিং আর তাতেই বদলে যায় তাঁর জীবন। প্রশংসিত হয় তাঁর প্রতিভা।
চার্লি জানিয়েছেন, বর্তমানে তিনি যে বিষয়টির উপর নজর দিয়েছেন তাঁকে বলে ‘ম্যাক্রোফিলিয়া’। এক্ষেত্রে বড় চেহারার নারীর প্রতি আকৃষ্ট হন পুরুষেরা। চার্লি রীতিমতো ভক্তদের কাঁধের উপর তুলে নেন। কখনও পায়ের তলায় রাখেন। বিষয়টির সঙ্গে যৌনতার কোনও যোগ নেই, দাবি চার্লির। অধিকাংশ ক্ষেত্রেই পুরুষরা ‘বাল্য প্রেমিকের স্নেহ’ চান বলে জানিয়েছেন চার্লি। পাশাপাশি তাঁর লক্ষ্য চলতি বছরেই কোটি টাকার মালকিন হওয়ার, এ কথাও সাক্ষাৎকারে জানিয়েছেন চার্লি।
