আজকাল  ওয়েব ডেস্কঃ ছবি প্রেমীদের কাছে  ছবি তোলা এবং ফ্রেমবন্দি করা এক ধরনের আবেগ।বাড়ির দেওয়াল জুড়ে নানা পারিবারিক ছবি, বিভিন্ন দেব-দেবীর  ছবি থেকে বাদ পড়ে না খুব সাধারণ মোবাইল ক্লিকও।তবে ঘরের কোন দিকের দেয়ালে কী ধরনের ছবি ঝোলানো উচিত  সেই বিষয় অনেকেরই জানা নেই।
বাস্তুশাস্ত্র মতে প্রতিটি আলাদা বিষয়ের ছবির নিজস্ব কিছু অর্থ থাকে।সেই ছবি বাড়ির ভুল সীমায় রাখলে উল্টো পরিনাম হতে পারে।
সাতটি ঘোড়ার পেইন্টিং টাঙানো জীবনে অর্থ, সুখ- সমৃদ্ধি বৃদ্ধি এবং সৌভাগ্যের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়।তবে এই ছবি রাখার  নির্দিষ্ট দিক আছে।সেটি ভাল মত জেনে সঠিক ভাবে ছবি রাখতে পারলেই মিলবে উপকার।

১: সাতটি ঘোড়া একসঙ্গে দৌড়োনোর ছবিতে ঘোড়া গুলো যদি সাদা হয় এবং ব্যাকগ্ৰাউন্ডে সমুদ্রের ছবি থাকে, তবে আপনার বাড়ির দক্ষিণ দিকে এই ছবি রাখুন। সাংসারিক জীবনের অশান্তি, কলহ ও বিবাদ কেটে যাবে।বাড়িতে শান্তির পরিবেশ বজায় থাকবে।

২: ছবিতে সব কটি  ঘোড়া সাদা হলে এবং ব্যাকগ্ৰাউন্ডও  সম্পূর্ণ সাদা হলে বাড়ির পশ্চিম দিকে এই ছবিটি রাখুন।এতে সংসারের অভাব অনটন ও আর্থিক সমস্যা দূরে গিয়ে অর্থ আগমনের পথ খুলবে।আর্থিক স্বচ্ছলতা ফিরে আসবে।

৩: সাতটি সাদা ঘোড়ার পিছনে হলুদ রঙ থাকলে অথবা মাটি ও মরুভূমির ব্যাকগ্ৰাউন্ড থাকলে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে এই ছবিটি রাখুন।সংসারের সমস্ত বাধা বিপত্তি কেটে গিয়ে সুখ-শান্তি ও উন্নতির পথ খুলে যাবে।

৪: ছবিতে সাতটি সাদা ঘোড়ার পিছনে লাল রঙ থাকলে বাড়ির দক্ষিণ পূর্ব কোণে রাখুন এই ছবি।কর্মক্ষেত্রে উন্নতি বজায় থাকবে এবং জীবনে আর্থিক সমৃদ্ধি বাড়বে।

৫:  ছবিতে সাতটি ঘোড়ার সঙ্গে ব্যাকগ্ৰাউন্ডে সুর্যোদয় বা খোলা আকাশের সঙ্গে সবুজের সমারোহ থাকলে সেটি বাড়ির পূর্বদিকে ঝুলিয়ে রাখুন।এটি আপনার কর্মজীবনের বৃদ্ধির দিকে নিয়ে যায় এবং আটকে যাওয়া কাজ হয়ে যাবে ।

হিন্দু ধর্ম এবং বাস্তুশাস্ত্রে ৭ নম্বরটি অত্যন্ত শুভ। সপ্তঋষি, রামধনুর সাতটি রং, সপ্তপদী– এ সবই অত্যন্ত শুভ মনে করা হয়। তাই সাতটি গতিশীল ঘোড়ার ছবি দেওয়ালে টাঙানো সংসারের সমস্ত রকম উন্নতির সহায়তা করে।
ব্যবসায় লাভের জন্য দোকানে ছবি ছাড়াও তামা, পিতল বা রূপার তৈরি ঘোড়ার মূর্তি রাখতে পারেন।
[7:14 PM, 9/10/2024] Soma Di..Aajkaal Majumder: নবান্নে ঋতাভরী চক্রবর্তী, যৌন হেনস্থার কথা জানাতেই মুখ্যমন্ত্রীর দরবারে অভিনেত্রী