আজকাল ওয়েবডেস্ক : মানসিক চাপ, উদ্বেগ, হতাশা কাটাতে কার্যকরী বিভিন্ন ধরনের এসেনশিয়াল অয়েল- একথা জানেন হয়তো অনেকেই। কিন্তু আপনারা জানেন কী ত্বকের পরিচর্যাতেও ম্যাজিক করতে পারে এই সব এসেনশিয়াল অয়েল। কীভাবে? রইল টিপস
ব্রণর সমস্যায়:
গবেষণায় দেখা গিয়েছে টি ট্রি-অয়েল হালকা থেকে মাঝারি ব্রণের জন্য সহায়ক হতে পারে। এর অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যগুলি এক্ষেত্রে কার্যকরী। মুখ ধোয়ার জন্য, দুই ফোঁটা টি ট্রি অয়েলের সঙ্গে এক টেবিল চামচ মধু মিশিয়ে ম্যাসাজ করুন। তারপর ভাল করে ধুয়ে ফেলুন। ব্রণের দাগ মেটাতে জলে ভেজানো তুলোয় অল্প টি ট্রি অয়েল নিয়ে ব্যবহার করুন। ফল পাবেন কিছুদিনেই।
বডি লোশন হ্যাক:
আপনার যদি ড্ৰাই, ইচি-স্কিন কিংবা একজিমার সমস্যা থাকে তাহলে আপনার ত্বকের যত্নের রুটিনে চা গাছের তেল অন্তর্ভুক্ত করুন। প্রতিদিন যে ময়েশ্চারাইজার ব্যবহার করেন তাতে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল যোগ করুন। স্নান করার পরে এটি আলতো করে ম্যাসাজ করুন সারা শরীরে।
মেকআপ রিমুভার হ্যাক:
সারাদিন নানা ইভেন্টে যাওয়ার জন্য মেকআপ করতেই হয়। ত্বক ভাল রাখতে এই মেকআপ তোলা অপরিহার্য। সেক্ষেত্রে এসেনশিয়াল অয়েল ব্যবহার করুন! ২ টেবিল চামচ হ্যাজেল অয়েলের সঙ্গে ২ টেবিল চামচ নারকেল তেল, ২ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন। জেদি মেকআপ তুলতে ত্বকে আলতো করে এটি ম্যাসাজ করুন। এই মিশ্রণটি আপনি সংরক্ষণ করতে পারবেন ২ মাস অনায়াসেই।
ট্যান তুলতে: লোবান অয়েল জেদি ট্যানের দাগ বিবর্ণ করতে সাহায্য করে অনেকটাই । সকাল ও রাতে এই তেল খুব অল্প পরিমাণে সরাসরি ব্যবহার করুন আক্রান্ত স্থানে।
ব্রণর সমস্যায়:
গবেষণায় দেখা গিয়েছে টি ট্রি-অয়েল হালকা থেকে মাঝারি ব্রণের জন্য সহায়ক হতে পারে। এর অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যগুলি এক্ষেত্রে কার্যকরী। মুখ ধোয়ার জন্য, দুই ফোঁটা টি ট্রি অয়েলের সঙ্গে এক টেবিল চামচ মধু মিশিয়ে ম্যাসাজ করুন। তারপর ভাল করে ধুয়ে ফেলুন। ব্রণের দাগ মেটাতে জলে ভেজানো তুলোয় অল্প টি ট্রি অয়েল নিয়ে ব্যবহার করুন। ফল পাবেন কিছুদিনেই।
বডি লোশন হ্যাক:
আপনার যদি ড্ৰাই, ইচি-স্কিন কিংবা একজিমার সমস্যা থাকে তাহলে আপনার ত্বকের যত্নের রুটিনে চা গাছের তেল অন্তর্ভুক্ত করুন। প্রতিদিন যে ময়েশ্চারাইজার ব্যবহার করেন তাতে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল যোগ করুন। স্নান করার পরে এটি আলতো করে ম্যাসাজ করুন সারা শরীরে।
মেকআপ রিমুভার হ্যাক:
সারাদিন নানা ইভেন্টে যাওয়ার জন্য মেকআপ করতেই হয়। ত্বক ভাল রাখতে এই মেকআপ তোলা অপরিহার্য। সেক্ষেত্রে এসেনশিয়াল অয়েল ব্যবহার করুন! ২ টেবিল চামচ হ্যাজেল অয়েলের সঙ্গে ২ টেবিল চামচ নারকেল তেল, ২ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন। জেদি মেকআপ তুলতে ত্বকে আলতো করে এটি ম্যাসাজ করুন। এই মিশ্রণটি আপনি সংরক্ষণ করতে পারবেন ২ মাস অনায়াসেই।
ট্যান তুলতে: লোবান অয়েল জেদি ট্যানের দাগ বিবর্ণ করতে সাহায্য করে অনেকটাই । সকাল ও রাতে এই তেল খুব অল্প পরিমাণে সরাসরি ব্যবহার করুন আক্রান্ত স্থানে।
