আজকাল ওয়েব ডেস্ক: নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি গ্রহ-নক্ষত্র স্থান পরিবর্তন করে। সম্প্রতি সূর্য শুক্রের মালিকানাধীন রাশি তুলা রাশিতে গমন করেছে। গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার কন্যা রাশি থেকে তুলা রাশির দিকে এগোতে শুরু করেছে সূর্য। আগামী ৩০ দিন সূর্য এই রাশিতে থাকবে এবং তারপরে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে।
তুলা রাশিকে সূর্যের নিম্নতম রাশি বলে মনে করা হয়। তাই জ্যোতিষ শাস্ত্র অনুসারে, এই রাশিতে গ্রহের রাজা সূর্যের অবস্থান শুভ নয়। যার খারাপ প্রভাব পড়তে চলেছে বেশ কয়েকটি রাশির উপর।তাহলে কাদের দু:সময় শুরু হয়েছে, জেনে নিন।
কর্কট: আগামী ৩০ দিন কর্কট রাশির মানুষদের সর্তক থাকতে হবে। এই সময়ে সামান্য অসাবধানতারও মূল্য দিতে হতে পারে। আচমকাই বিশাল ক্ষতির মুখে পড়তে পারেন। জীবনে শত্রুদের চেনার চেষ্টা করুন। অযথা অপ্রয়োজনীয় খরচ বন্ধ না করলে ভবিষ্যতে আর্থিক সমস্যা হতে পারে।
কন্যা: সূর্যের তুলা রাশিতে গমন কন্যা রাশির জন্য শুভ নয়। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। কাজের চাপে শারীরিক-মানসিক ক্লান্তি আসতে পারে। প্রেমের সম্পর্কে সঙ্গীকে সময় দিন।
বৃশ্চিক: আগামী এক মাস বৃশ্চিক রাশিকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। চাকরিতে উত্তেজনা বাড়তে পারে। পদোন্নতি আটকে যেতে পারে। নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে বাধা আসতে পারে। বিবাদ এড়াতে কথাবার্তায় সংযম রাখতে হবে।ব্যবসায়ীদের জন্যও খুব একটা ভাল সময় নয়।
মীন: আগামী এক মাস মীন রাশির অধিকারীদের অর্থনৈতিক অবস্থায় টান পড়তে পারে। বুঝেশুনে খরচা করতে হবে। এই সময়ে বিনিয়োগ করার বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।
