আজকাল ওয়েবডেস্ক: রবিবার একটা মাত্র ছুটির দিন। সপ্তাহে এই একটা দিনেই সময় নিয়ে রূপচর্চা করা যায়। কিন্তু তার জন্য ছুটির দিকে পার্লারে ছুটতে হলে পুরো দিনটাই মাটি। তার চেয়ে বরং বাড়িতেই বানিয়ে ফেলুন টমেটো এবং কফির প্যাক। টমেটোতে রয়েছে ভিটামিন সি, এ এবং কে, যা ত্বককে উজ্জ্বল করতে, দাগ কমাতে এবং ত্বককে মসৃণ রাখতে সাহায্য করে। অন্যদিকে, কফি একটি প্রাকৃতিক এক্সফোলিয়েটর, যা ত্বকের মৃত কোষ দূর করে এবং রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। ফলে এই ঘরোয়া প্যাক ব্যবহার করলেই ত্বক আরও সতেজ ও উজ্জ্বল দেখায়।

উপকরণ
 * ১টি পাকা টমেটো
 * ১ চা চামচ কফি পাউডার
 * মধু বা দই (শুষ্ক ত্বকের জন্য)

পদ্ধতি
১.  প্রথমে টমেটোটিকে ভালভাবে ধুয়ে নিন।
২.  টমেটোর খোসা ছাড়িয়ে নিন এবং ভেতরের নরম অংশ বের করে একটি পাত্রে নিন।
৩.  কাঁটা চামচ বা হাত দিয়ে টমেটোর নরম অংশ ভালভাবে মিশিয়ে নিন, যাতে কোনও বড় টুকরো না থাকে। চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন।
৪.  এবার টমেটোর পেস্টের সঙ্গে ১ চা চামচ কফি পাউডার মেশান।
৫.  যদি ত্বক শুষ্ক হয়, তাহলে এই মিশ্রণে সামান্য মধু বা দই মেশাতে পারেন। এটি ত্বককে মসৃণ রাখতে সাহায্য করবে।
৬.  সব উপকরণ ভালভাবে মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন।

ব্যবহার করার নিয়ম
১.  প্রথমে মুখ ভালভাবে পরিষ্কার করে নিন।
২.  তৈরি করা প্যাকটি সারা মুখে এবং গলায় সমানভাবে লাগান। চোখের চারপাশের অংশ বাদ দিন।
৩.  প্যাকটি ১৫-২০ মিনিট শুকানোর জন্য রেখে দিন।
৪.  যখন হালকা শুকিয়ে যাবে, তখন হালকা হাতে স্ক্রাব করতে করতে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
৫.  মুখ ধোয়ার পর ত্বক নরম তোয়ালে দিয়ে আলতো করে মুছে নিন।
৬.  সবশেষে আপনার পছন্দের ময়েশ্চারাইজার লাগান।
এই প্যাকটি সপ্তাহে একবার বা দুবার ব্যবহার করতে পারেন। তবে, ব্যবহারের আগে ত্বকের ছোট একটি অংশে লাগিয়ে পরীক্ষা করে নিন, যাতে কোনও অ্যালার্জি বা অস্বস্তি না হয়।