আজকাল ওয়েবডেস্ক: বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিদেবের মাহাত্ম্য অপরিসীম। অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ শনি ন্যায় ও কর্মফলের দেবতা। কয়েকদিন আগেই শনির নক্ষত্র পরিবর্তন করে রাহুর নক্ষত্র শতভিষায় প্রবেশ করেছেন। এরপর আগামীকাল ২৭ ডিসেম্বর রাত ১০.৪২-এ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন শনিদেব।

২৭টি নক্ষত্রের মধ্যে ২৫তম নক্ষত্র এই পূর্বভাদ্রপদ নক্ষত্রকে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বলে পরিচিত। যা জ্যোতিশাস্ত্রে অত্যন্ত শুভ বলে মনে হয়। শনির এই নক্ষত্রের বদলের ফলে সমস্ত রাশিতে কোনও না কোনওভাবে প্রভাব পড়ে। এরই মধ্যে ৩টি রাশির সোনায় সোহাগা। তাহলে নতুন বছরে কাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, দেখে নেওয়া যাক-  

বৃষ রাশি- বৃষ রাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি। তাই শনির বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদে গোচরের শুভ ফল লাভ করবেন বৃষ রাশির মানুষেরা। শনি ও বৃহস্পতি, এই দুই গ্রহের আর্শীবাদে জীবনে সব বাধা কেটে আসবে সাফল্য। আচমকা অর্থলাভের যোগ রয়েছে। চাকরি-ব্যবসায়ে উন্নতির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভাল হবে। নতুন বছরের শুরুটা পরিবারের সঙ্গে দারুণভাবে উপভোগ করতে পারবেন। 

কন্যা রাশি-শনিদেবের কৃপায় কন্যা রাশির ভাগ্য সহায় হবে। সম্পত্তি বাড়তে পারে। নতুন বাড়ি-গাড়ি কেনার স্বপ্নপূরণ হতে পারে। আদালতে কোনও মামলা চললে মীমাংসা হয়ে যাবে। সন্তানের থেকে কোনও সুখবর পেতে পারেন। চাকরি-ব্যবসায় উন্নতির যোগ রয়েছে।

কুম্ভ রাশি- শনির নক্ষত্র পরিবর্তনের শুভ প্রভাব পড়বে কুম্ভ রাশির উপর। বর্তমানে কুম্ভ রাশিতেই অবস্থান করছে শনি। তার সঙ্গে পূর্বভাদ্রপদে শনির গোচরের ফলে দু-দিন পর থেকেই এই রাশির অধিকারীদের জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। অনেক দিনের আটকে থাকা কাজ শেষ করতে পারবেন। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। নতুন বছরের শুরুতে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। আয়-ব্যয়ের সামঞ্জস্যে বাড়বে সঞ্চয়।