আজকাল ওয়েবডেস্কঃ জ্যোতিষশাস্ত্রে যে কোনও গ্রহের স্থান পরিবর্তনের বিশেষ গুরুত্ব রয়েছে। কখনও কখনও গ্রহের ঘর বদলে বিশেষ যোগ তৈরি হয় যা বিভিন্ন রাশির উপর শুভ-অশুভ প্রভাব ফেলে। আবার বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তনেরও অত্যন্ত গুরুত্ব রয়েছে। ঠিক যেমন আর কয়েকদিন বাদে সূর্যের রাশি পরিবর্তনে চার রাশির জাতক-জাতিকাদের জীবনে বিরাট বদল আসতে চলেছে।
বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিদেবের মাহাত্ম্য অপরিসীম। অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ শনি ন্যায় ও কর্মফলের দেবতা। গ্রহদের মধ্যে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ হল শনি। প্রতি আড়াই বছরে শনিদেব রাশি পরিবর্তন করেন। বারোটি রাশির একটি পূর্ণ চক্র সম্পন্ন করতে প্রায় ৩০ বছর সময় লাগে। এই সময়ে,তিনি কখনও মার্গী, আবার কখনও বিপরীত পথে গোচর করেন। জন্মকুণ্ডলীতে শনিদেবের অবস্থান যেমন খুবই গুরুত্বপূর্ণ, তেমনি শনিদেব প্রত্যক্ষ বা বিপরীতমুখী হলে জীবনে শুভ-অশুভ প্রভাব পড়ে।
আরও পড়ুনঃ আর মাত্র কয়েক দিন! সূর্যের তেজে খুলবে পোড়া কপাল, টাকার ফোয়ারায় সুখের জীবন কাটাবেন এই ৪ রাশি
মার্চে নিজের মূল ত্রিকোণ রাশি ছেড়ে শনি বৃহস্পতির রাশি মীনে প্রবেশ করবেন৷ আড়াই বছর এই রাশিতে থাকার পর মেষ রাশিতে পৌঁছবেন শনিদেব। এরই মধ্যে আগামীকাল রবিবার ১৩ জুলাই সকাল ৯টা ৩৬ মিনিটে শনি বক্রি হতে চলেছেন। আগামী ২৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত বক্রগতিতেই অবস্থান করবেন শনিদেব। আর শনির এই উল্টো চালে তিন রাশির জীবনে বড় প্রভাব পড়বে। অর্থ-সাফল্যে ভরবে সেই সব রাশির জীবন। তাহলে ভাগ্যের চাকা ঘুরবে কাদের? জেনে নিন-
বৃষ- শনির গোচরে বৃষ রাশির সৌভাগ্যের দরজা খুলবে। পারিবারে কোনও সমস্যা চললে শীঘ্রই তা মিটে যাবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে৷ ঋণের বোঝা কমবে। যে কোনও কাজে সাফল্যের যোগ রয়েছে। আয়ের নতুন খোঁজ পেতে পারেন। সন্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। কর্মক্ষেত্রে কাজের অনুকূল পরিবেশ থাকবে। পরিবারে সকলের সঙ্গে ভাল সময় কাটাবেন। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। বিনিয়োগের টাকা বহুগুণ লাভে ফেরত পেতে পারেন। ব্যবসায়ে লাভের মুখ দেখতে পারেন। পরিবারে জমি-সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটবে।

কর্কট- শনির বক্রিতে কর্কট রাশির জাতক-জাতিকাদের উন্নতি হবে। আচমকা অর্থভাগ্য বদলাতে পারে। লটারি জেতার যোগ রয়েছে। আর্থিক দিক থেকে জীবন আরও সুরক্ষিত হতে পারে। অনেক দিন ধরে কোনও কাজ আটকে থাকলে এবার তা শেষ করতে পারবেন। স্বাস্থ্যের উন্নতি হবে। পরিবারের সদস্যদের সঙ্গে কোনও বিবাদ চললে তা মিটে যবে। কোনও কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে সাফল্য পাবেন। মনে অযথা কোনও নেতিবাচক চিন্তার জায়গা দেবেন না। প্রেমজীবনে সুখ থাকবে। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পেতে পারেন, বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে।
মীন- শনির প্রভাবে কপাল খুলবে মীন রাশির। ব্যবসায়ে বড় চুক্তি করতে পারেন যা ভবিষ্যতে লাভ হবে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পেশাগত জীবন নিয়ে মানসিক চাপ দূর হবে৷ কর্মক্ষেত্র সহকর্মীদের প্রিয়জনের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন৷ সন্তানের থেকে সুখবর পাবেন। লটারির টিকিট কাটলে বাম্পার লাভ হতে পারে। এই সময় আর্থিকভাবে লাভজনক হবে। কেরিয়ারে প্রভাবশালী কারওর সঙ্গে দেখা হতে পারে। যার সঙ্গে পরিচিতির কারণে আগামি দিনে পেশাগত জীবনে লাভবান হবেন।
