জ্যোতিষশাস্ত্রে যে কোনও গ্রহের স্থান পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও গ্রহের ঘর বদলে বিশেষ যোগ তৈরি হয় যা বিভিন্ন রাশির উপর শুভ-অশুভ প্রভাব ফেলে। গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তনও ১২টি রাশির জাতক-জাতিকাদের জীবনে বদল আনতে পারে। ঠিক যেমন শনির নক্ষত্র পরিবর্তনে পাঁচ রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন হতে চলেছে।
বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিদেবের মাহাত্ম্য অপরিসীম। অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ শনি ন্যায় ও কর্মফলের দেবতা। গ্রহদের মধ্যে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ শনি প্রতি আড়াই বছরে রাশি পরিবর্তন করেন। ১২টি রাশির একটি পূর্ণ চক্র সম্পন্ন করতে শনিদেবের প্রায় ৩০ বছর সময় লাগে। আর শনির একটি নক্ষত্র পরিবর্তনে সময় লাগে প্রায় এক বছর। সেই হিসেবে সব নক্ষত্রে একবার ঘুরে আসতে প্রায় ২৭ বছর সময় নেন শনিদেব।
আগামী ১৮ আগস্ট শনি নক্ষত্র পরিবর্তন করতে চলেছে। উত্তরভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন শনিদেব। এই নক্ষত্রের অধিপতি শনি নিজেই।উত্তরভাদ্রপদ ২৭টি নক্ষত্রের মধ্যে ২৬তম এবং এটি মীন রাশির অন্তর্গত। ২৭ বছর পর নিজেরই নক্ষত্রে শনি গোচর করতে চলেছে। যা পাঁচটি রাশির জন্য শুভ হবে৷ অর্থ-যশ-খ্যাতিতে ভরবে সেইসব রাশির জাতক-জাতিকাদের জীবন। তালিকায় আপনিও কি আছেন? জেনে নিন-
বৃষ: শনির নক্ষত্র পরিবর্তনে বৃষ রাশির আত্মবিশ্বাস বাড়াবে। যে কোনও কাজে ইতিবাচক মনোভাব থাকবে। কর্মক্ষেত্রে কাজের পরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের থেকে সহযোগিতা পাবেন। মানসিক শান্তি থাকবে। শরীর-স্বাস্থ্য আগের থেকে ভাল হবে। সমাজে মান-সম্মান বাড়বে।

মিথুন: শনির প্রভাবে মিথুন রাশির জাতক-জাতিকাদের জীবনে সুদিন ফিরবে। এই রাশির জীবনে প্রেম, সৃজনশীলতা এবং সন্তান সংক্রান্ত বিষয় শুভ হতে চলেছে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। সৃজনশীল কাজে সাফল্য পাবেন। শিক্ষার্থীরা বিদেশে পড়তে যাওয়ার সুযোগ পেতে পারেন। বুধাদিত্য যোগের প্রভাবে সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। বিনিয়োগের পক্ষে দিনটি শুভ। সন্তানের থেকে কোনও সুখবর পেতে পারেন।
সিংহ: নিজের নক্ষত্রে গিয়ে শনি সিংহ রাশির উপর শুভ প্রভাব ফেলবে। তুলা রাশির জাতক-জাতিকারা সুখ্যাতি অর্জন করতে পারেন। আয়-ব্যয়ের সামঞ্জস্য রেখে সঞ্চয় করতে পারবেন। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হবে। সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। সঙ্গীর সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
কন্যা: শনির আশীর্বাদে কন্যা রাশির জীবনে বদল আসতে চলেছে। অনেক দিনের অপূর্ণ ইচ্ছা পূরণ করতে পারবেন। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। অর্থ উপার্জন একাধিক রাস্তা পাকা হবে। চাকরিতে নতুন সুযোগ পেতে পারেন। সামাজিক সম্পর্ক দৃঢ় করবে। মনে অযথা কোনও নেতিবাচক চিন্তার জায়গা দেবেন না। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পেতে পারেন, বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে।
তুলা: শীঘ্রই তুলা রাশির জাতক-জাতিকাদের ভাগ্য সহায় হবে। শিক্ষা কিংবা গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিরা উন্নতি করবেন। বুধাদিত্য যোগ ও সিদ্ধ যোগের প্রভাবে আধ্যাত্মিক ধারণায় বিশ্বাস বাড়বে। নতুন কোনও কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। পুরনো ঋণ শোধ করতে পারবেন। লটারির টিকিট কাটলে বাম্পার লাভ হতে পারে। কেরিয়ারে প্রভাবশালী কারওর সঙ্গে দেখা হতে পারে।
