আজকাল ওয়েবডেস্ক: নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি গ্রহ রাশি-নক্ষত্র পরিবর্তন করে। ৩০ বছর পর কর্মের ফলদাতা শনিদেব কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছেন। আগামী শুক্রবার ২৮ ফেব্রুয়ারি সন্ধে ৭টা ৬মিনিটে কুম্ভ রাশিতে অস্ত হবেন শনিদেব। ৪০ দিন কুম্ভ রাশিতে থাকার পর অস্ত অবস্থাতেই তিনি মীন রাশির দিকে গমন করবেন। এরপর ১১তম দিনে অর্থাৎ ৯ এপ্রিল শনিদেব মীন রাশিতে উদিত হবেন।
কুম্ভ রাশিতে সূর্যের সঙ্গে শনির সংযোগ হবে। আর এই সংযোগে সূর্যের খুব কাছে চলে আসার কারণে অস্ত যাবেন শনিদেব। শনি অস্ত এক গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্রীয় ঘটনা। যা ৩ রাশির উপর ইতিবাচক প্রভাব ফেলবে। তাহলে শনির প্রভাবে কাদের ভাগ্যের চাকা ঘুরবে, দেখে নেওয়া যাক-
তুলা: তুলা রাশির উপর অস্ত শনির প্রভাব ইতিবাচক হতে চলেছে। কারণ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনি এই রাশির অধিপতি শুক্রের বন্ধু। এই সময়ে তুলা রাশির মানুষদের কেরিয়ারে উন্নতি হতে পারে। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল পাবেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। কোনও আইনি মামলা চললে তাতে অনুকূল ফলাফল পেতে পারেন। মানসিক চাপ কমবে।
মকর: শনির অস্ত যাওয়া মকর রাশির জন্য লাভজনক হবে। আত্মবিশ্বাস বাড়বে। যে কোনও কাজ ধৈর্য ধরে করলে লক্ষ্যে পৌঁছতে পারবেন। সরকারি বা প্রশাসনিক কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। বন্ধু-সহকর্মীদের পাশে পাবেন।
কুম্ভ: শনির আশীর্বাদে কুম্ভ রাশির সুদিন ফিরবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে৷ আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে। অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আপনার কাজ পছন্দ হবে। কাজের নতুন দায়িত্ব পেতে পারেন। দীর্ঘদিনের মানসিক চাপ থেকে স্বস্তি পাবেন। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে।
