আজকাল ওয়েবডেস্কঃ ফ্যাশন ট্রেন্ড রোজই বদলায়। সাবেকি হোক কিংবা ইন্দো-ওয়েস্টার্ন, বনেদি লুক থেকে আধুনিকা— বাঙালি মেয়েদের শাড়ির সাজ থাকা চাই। কিছুদিন আগেও কোন শাড়ির সঙ্গে কী ধরনের ব্লাউজ পরা উচিত, তা নিয়ে আগে থেকে অনেক ভাবনা-চিন্তা করতে হত। কিন্তু এখন তার ধারেকাছেও যেতে চান না অনেকেই। নতুন ফ্যাশনে ব্লাউজ পরার চল পুরনো, ইদানীং শাড়ির সঙ্গে বিভিন্ন ধরনের স্টাইলিশ টপ বেছে নিচ্ছেন তরুণী থেকে মধ্যবয়স্কা, সকলেই। 

* ক্রপ টপ: আজকাল ক্রপ টপের ফ্যাশন বেশ ট্রেন্ডিং। শাড়ির সঙ্গে মানানসই যে কোনও ধরনের ক্রপ টপ পরতে পারেন। সলিড রঙের ক্রপ টপের সঙ্গে প্রিন্টেড শাড়ি বেশ মানানসই। গাঢ় লাল, ইলেকট্রিক ব্লু, অথবা ভাইব্র্যান্ট নিয়ন যে রঙই বেছে নিন না কেন, ক্রিপ টপ সাজে অন্য মাত্রা যোগ করবে। আপনার শাড়ির লুক আরও সুন্দর করে তুলতে আকর্ষণীয় হাতা বা একটু অন্য ধরনের ক্রপ টপও পরতে পারেন। এর সঙ্গে মাটির তৈরি চুড়ি এবং রূপালি কানের দুল পরলেই হয়ে উঠবেন নজরকাড়া। 

* অফ শোল্ডার টপঃ অফ শোল্ডার ক্রপ টপ শাড়ির সঙ্গে মিলিয়ে পরলে বেশ আকর্ষণীয় দেখায়। অফ শোল্ডার টপের সঙ্গে সাধারণ শাড়ি পরলে পাবেন পারফেক্ট লুক। সন্ধের কোনও পার্টিতে শাড়ি ও অফ শোল্ডার টপের যুগলবন্দি, সঙ্গে কানের দুল আর স্লিক চোকার পরলেই সাজ একেবারে জমজমাট। 

* ডেনিম টপ: আলমারিতে ডেনিম টপ কিংবা জ্যাকেট থাকলে তার সঙ্গেও দিব্যি পরতে পারেন শাড়ি। সকাল কিংবা বিকেল যে কোনও সময়ে ডেনিম টপ শাড়ির সাজকে একেবারে বদলে দেবে। সঙ্গে মেকআক ও গয়না থাকুক হালকা। তাহলেই আপনার থেকে নজর ফেরাতে পারে কে! 

* অন্যান্য টপ: জিন্স, স্কার্টের সঙ্গে টার্টল নেক ক্রপ টপ পরেছেন নিশ্চয়ই? এবার এই ধরনের টপের সঙ্গে পরুন শাড়ি। এক্ষেত্রে প্রিন্টেড শাড়ি মিলিয়ে পরতে পারেন। এছাড়া যে কোনও স্লিভলেস টপ কিংবা শার্টের সঙ্গে শাড়ি পরলেও বদলে যাবে লুক।