আজকাল ওয়েবডেস্ক: সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে, বিশেষত পুরুষদের মধ্যে এক নতুন বিপজ্জনক ট্রেন্ড দেখা দিয়েছে—উচ্চতা বাড়ানোর জন্য পা ভাঙা ও টেনে লম্বা করার অস্ত্রোপচার। চিকিৎসাগত প্রয়োজনে উদ্ভাবিত এই সার্জারি এখন বহু দেশে শুধুমাত্র সৌন্দর্যগত কারণে করা হচ্ছে। ব্রিটেনসহ বিভিন্ন দেশে এর চাহিদা বাড়তে থাকায় চিকিৎসক ও বিশেষজ্ঞরা তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস (NHS) সতর্ক করে জানিয়েছে, “কেবল কয়েক ইঞ্চি লম্বা হওয়ার জন্য প্রাণকে ঝুঁকিতে ফেলা মারাত্মক বিপজ্জনক।” সাম্প্রতিক এক প্রতিবেদনে দ্য গার্ডিয়ান উল্লেখ করেছে, হলিউডের নতুন ছবি Materialists সহ গণমাধ্যমের প্রভাব এই প্রবণতা বাড়িয়ে তুলছে।
এই সার্জারির চিকিৎসাবিদ্যাগত নাম অস্টিওটমি (osteotomy)। প্রক্রিয়াটি অত্যন্ত কষ্টকর ও জটিল। রোগীর পা-র হাড় কেটে দুই ভাগ করা হয় এবং ধাতব ডিভাইসের সাহায্যে ধীরে ধীরে আলাদা করা হয়। কখনও বাইরের দিকে পিন ও তার ব্যবহার করে, আবার কখনও ভেতরে স্ক্রু ঢুকিয়ে হাড়কে টেনে আলাদা করা হয়। প্রতিদিন বহুবার ডিভাইস সামান্য ঘোরাতে হয় যাতে ধীরে ধীরে হাড়ের ফাঁকে নতুন হাড় গজায়। পুরো প্রক্রিয়া কয়েক মাস সময় নেয়। এসময় রোগীকে সপ্তাহের পর সপ্তাহ হাঁটতে দেওয়া হয় না।
মারাত্মক যন্ত্রণা ও জটিলতাও আছে এই অপারেশনে। অর্থোপেডিক সার্জন ও NHS-এর ক্লিনিক্যাল ইমপ্রুভমেন্ট ডিরেক্টর অধ্যাপক টিম ব্রিগস বলেছেন, “এটি কোনো দ্রুত সমাধান নয়। বরং অত্যন্ত জটিল, যন্ত্রণাদায়ক ও বিপজ্জনক প্রক্রিয়া। দীর্ঘমেয়াদী ব্যথা, সংক্রমণ এবং অক্ষমতার ঝুঁকি রয়েছে।” অস্ত্রোপচার চলাকালীন ও পরে সম্ভাব্য জটিলতাগুলি হলো: হাড় দ্রুত বাড়ালে সঠিকভাবে জোড়া লাগতে নাও পারে, হাড় দুর্বল হয়ে ভেঙে যেতে পারে, নার্ভ ক্ষতিগ্রস্ত হতে পারে, সংক্রমণ বা স্থায়ী অক্ষমতা দেখা দিতে পারে, দুই পায়ের দৈর্ঘ্যে অসামঞ্জস্য তৈরি হতে পারে। অধিকাংশ রোগীকে মাসের পর মাস হুইলচেয়ারে কাটাতে হয়, কাজকর্ম বন্ধ রাখতে হয়।
শুরুতে এই অস্ত্রোপচার ব্যবহার করা হতো জন্মগত ত্রুটি বা এক পা ছোট হওয়া রোগীদের জন্য। কিন্তু এখন এটি ‘সৌন্দর্যবর্ধক’ ফ্যাশন সার্জারি হিসেবে জনপ্রিয় হচ্ছে। চীন ২০০৬ সালে এ সার্জারি নিষিদ্ধ করেছে। তুরস্কে এখনো নির্বিচারে করা হচ্ছে, খরচ প্রায় ২৪ লাখ টাকা। ব্রিটেনে খরচ ৫০ লাখ টাকারও বেশি। চিকিৎসকদের কড়া সতর্কবার্তা রয়েছে এই প্রবণতা নিয়ে। বিশেষজ্ঞরা জোর দিয়ে বলছেন, নিতান্ত প্রয়োজন ছাড়া শুধুমাত্র বাহ্যিক চেহারা সুন্দর করার জন্য এই সার্জারি করা উচিত নয়। “উচ্চতা কয়েক ইঞ্চি বাড়লেও এর মূল্য হতে পারে আজীবনের যন্ত্রণা ও অক্ষমতা,”—সতর্ক করেছেন ব্রিটিশ চিকিৎসকেরা।
