আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ায় ক্লোয়ি স্যাক্সন পরিচিত নাম। মাঝেমধ্যেই বিভিন্ন সাহসী পোশাকে সমাজমাধ্যমে ঝড় তোলেন তিনি। এ বার ফের শিরোনামে উঠে এসেছেন মডেল। নেপথ্যে ‘মাইক্রো মিনি স্কার্ট’। পোশাক প্রস্তুতকারী সংস্থা ফ্যাশন নোভা-র তৈরি এই পোশাক পরেই ভক্তদের মনে ঝড় তুলেছেন মডেল।
সাটিনের তৈরি রয়্যাল ব্লু রঙের স্কার্টের সঙ্গে মডেল পরেছিলেন করসেট টপ এবং লেস স্ট্রিপ। আঁটসাঁট পোশাকে নিজের শরীরের প্রতিটি ভঙ্গি সুস্পষ্ট ভাবে ফুটিয়ে তুলেছিলেন মডেল। আর এতেই মজেছেন অনুরাগীরা। তবে সার্বিক ভাবে ইতিবাচক প্রতিক্রিয়া মিললেও মডেলের অনুযোগ, ভক্তরা শুধু একটি জিনিসই দেখছেন তাঁর শরীরে। পোশাকের দিকে নজর না দিয়ে সবার নজর শুধু এক জায়গায়। তাঁর সুন্দর হাসির দিকে।
ভক্তরা যাতে একই সঙ্গে পোশাক এবং তাঁর শরীরী বিভঙ্গের দিকেও তাকান তাঁর অনুরোধ জানিয়েছেন তিনি। তবে অনুরাগীদের একাংশ সে কথা মানতে নারাজ, কেউ বলছেন, “তোমার মতো সুন্দর হাসি কোথাও দেখিনি।”, কারও দাবি তিনিই পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী। সবমিলিয়ে ভক্তদের ভালবাসার অত্যাচারে আপ্লুত মডেল।
