আজকাল ওয়েবডেস্ক: সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সারাদিন কম্পিউটারের পর্দায় চোখ, কানে হেডসেট, আঙুলে কীবোর্ডের ধাক্কা— MS Excel-এর ঘরানায় আটকে থাকে শহরের হাজারো তথ্যপ্রযুক্তি কর্মীর জীবন। আর সপ্তাহ শেষে, যখন একটু নিঃশ্বাস নেওয়ার কথা, তখন তাঁরা জড়িয়ে পড়েন জামাকাপড় কাচার নিরব যুদ্ধের সঙ্গে— Surf Excel হয়ে ওঠে নতুন সহযোদ্ধা।
এই নিয়েই ভাইরাল হয়েছে একটি বাক্য: “সপ্তাহ কাটে MS Excel-এ, উইকেন্ড কাটে Surf Excel-এ।” নেটদুনিয়ার মজার মিম হলেও, এর ভেতরে লুকিয়ে আছে এক গভীর ক্লান্তির স্বর। ৩০ বছর বয়সী একটি বহুজাতিক সংস্থার কর্মী ঋত্বিক বলেন, “সপ্তাহজুড়ে রাত ১০টা অবধি কাজ করি। অফিস মানে এখন বাড়ির ঘর, আর ঘর মানেই অফিস। শনিবার সকালেই মা বলেন, ‘জামাগুলো কাচবি তো?’ তখন মনে হয়, আমি কোথায় যাচ্ছি?”
শুধু ঋত্বিক নন, হাজার হাজার তরুণ-তরুণী, যারা শহর ও শহরতলির আইটি বা কর্পোরেট সেক্টরে কাজ করছেন, তাঁদের অনেকের জীবনচক্রই এমন— অফিস, ফাইল, ক্লায়েন্ট কল, আর তারপর বাড়ির কাজ। মনোবিজ্ঞানীরা বলছেন, এই একঘেয়ে ছকে বন্দি হয়ে পড়া জীবনে মানসিক চাপ ও বিষণ্ণতা বাড়ছে। একসময় কাজের প্রতি আগ্রহও কমে যেতে পারে। হাড়ভাঙা খাটনির পরেও হাসিমুখে জামাকাপড় কাচা— এই হল আজকের মধ্যবিত্ত কর্মজীবী জীবনের বাস্তব। মিমে যতই হালকা হাসি থাক, এর ভিতরেই যেন শোনা যায় এক দমবন্ধ নিঃশ্বাসের শব্দ।
