আজকাল ওয়েব ডেস্কঃ ভ্রমণপ্রিয় মানুষদের কাছে সুখবর। বিদেশ ভ্রমন এখন আরও হাতের নাগালে। ভিসা নিয়ে হবে না কোন ঝামেলা। আসছে বছরে আপনার গন্তব্য হতেই পারে বিদেশের এই শহরটি। 

হ্যাঁ ঠিকই শুনেছেন, মস্কো সিটি ট্যুরিজম কমিটির চেয়ারম্যান ইভজেনি কোজলভকের পক্ষ থেকে জানানো হয়েছে যে চুক্তির কারণে রাশিয়ার রাজধানীতে ভারত থেকে আসা পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বিশেষত এই দুই দেশের মধ্যে ভ্রমনের ব্যবসা সংক্রান্ত উন্নতি ও পর্যটকদের সংখ্যা বৃদ্ধি করাই এই চুক্তির মূল উদ্দেশ্য। ভারতীয়রা ২০২৫ সালের মধ্যে ভিসা ছাড়াই রাশিয়ায় ভ্রমণ করতে পারবে৷ ভারত এবং রাশিয়া ২০২৫ সালের বসন্তের মধ্যে নতুন চুক্তিতে স্বাক্ষর করে নতুন ভ্রমণের নিয়মগুলি কিছুটা হালকা করার পরিকল্পনা করেছে। সম্প্রতি ইকোনমিক টাইমস এই রিপোর্ট প্রকাশ করেছে৷

২০২৪ সালের প্রথমদিকে ভারত পর্যটকদের জন্য ভারত তৃতীয় স্থানে রয়েছে, ২০২৪ সালের জানুয়ারিতে, ভারতীয় ভ্রমণকারীদের প্রায় ১৭০০ জন ই-ভিসা চালু করা হয়েছিল। জুনে রাশিয়ান অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রকের বহুপাক্ষিক অর্থনৈতিক অবস্থাকে আরও চাঙ্গা করতেই এই চুক্তি বলে মনে করা হয়। রাশিয়া এবং ভারত ভিসা-মুক্ত গ্রুপ ট্যুরিস্ট এক্সচেঞ্জের জন্য প্রস্তুতির অপেক্ষায় তা বলাই যায়। ২০২৪ সালের প্রথমার্ধে প্রায় ২৯০০০ ভারতীয় পর্যটক রাশিয়ার রাজধানীতে গিয়েছেন। যা গত বছরের তুলনায় ১.৫ গুণ বেশি। বর্তমানে রাশিয়ায় ভারতীয়দের জন্য 
ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, ব্যক্তিগত ভিসা, কর্মসংস্থান সংক্রান্ত ভিসা,  
স্টুডেন্ট ভিসা, ই-ভিসা চালু রয়েছে।
বর্তমানে, চীন এবং ইরানের ভ্রমণকারী পর্যটকদের ভিসা ছাড়াই রাশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়। ভারতের ক্ষেত্রেও তা কার্যকরী করার প্রক্রিয়া শুরু হল।
রাশিয়ার লক্ষ্য ভারতের সাথেও ভিসা-মুক্ত ট্যুরিস্ট প্রোগ্রাম চালু করা। রাশিয়া ১লা আগস্ট, ২০২৩ এ চীন এবং রাশিয়ার জন্য পর্যটনের প্রক্রিয়া চালু করেছে।
এই খবরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ভ্রমণ পিপাসুদের একাংশরা। পাকাপাকিভাবে এই চুক্তি কবে কার্যকর হবে তারই অপেক্ষায় ভারতবাসী।