আজকাল ওয়েবডেস্ক: পুজো মানেই নতুন পোশাক, জমিয়ে সাজগোজ আর প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখার অফুরন্ত আনন্দ। ষষ্ঠী থেকে দশমী, দিন-রাতের হিসেব ভুলে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে চলা। কিন্তু এই আনন্দের সঙ্গেই আসে এক চিরচেনা বিড়ম্বনা- আশ্বিনের প্যাচপ্যাচে গরম, ভিড়ের উত্তাপ আর ধুলোবালি। ঘণ্টার পর ঘণ্টা হেঁটে ঠাকুর দেখার ফলে ঘেমে-নেয়ে মেকআপ গলে ত্বকের দফারফা। ত্বক তৈলাক্ত ও প্রাণহীন হয়ে পড়ে, ব্রণর উপদ্রবও বাড়ে।

তবে কি পুজোর আনন্দে ভাটা পড়বে? একেবারেই নয়। ঠাকুর দেখতে বেরোনোর আগে ও পরে সামান্য কিছু নিয়ম মেনে চললেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। পুজোর ভিড়েও ত্বক থাকবে তরতাজা ও উজ্জ্বল।

 

বেরোনোর আগে প্রস্তুতি

সঠিক প্রস্তুতিই পারে অর্ধেক মুশকিল আসান করতে। প্যান্ডেল হপিংয়ে বেরোনোর আগে ত্বককে তৈরি করে নেওয়াটা অত্যন্ত জরুরি।

 

পরিষ্কার ত্বক: প্রথম ধাপ হল মুখ পরিষ্কার করা। নিজের ত্বকের ধরন অনুযায়ী একটি ভাল ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। এতে ত্বকে জমে থাকা অতিরিক্ত তেল ও ময়লা দূর হয়ে যাবে।

হালকা ময়েশ্চারাইজার: গরম ও আর্দ্র আবহাওয়ায় ভারী ক্রিমের বদলে ওয়াটার-বেসড বা জেল-বেসড ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এটি ত্বককে আঠালো না করেই প্রয়োজনীয় আর্দ্রতা জোগাবে।

সানস্ক্রিন অপরিহার্য: দিনের বেলায় বেরোলে সানস্ক্রিন লাগানো চাই-ই চাই। অন্তত এসপিএফ ৩০ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করুন, যা ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে বাঁচাবে। ‘ম্যাট ফিনিশ’ সানস্ক্রিন ব্যবহার করলে ত্বক তেলতেলে দেখাবে না।

ন্যূনতম মেকআপ: পুজোর সাজে মেকআপ তো থাকবেই। কিন্তু ভারী ফাউন্ডেশনের বদলে বেছে নিন হালকা বিবি বা সিসি ক্রিম। কাজল, আইলাইনার বা মাস্কারা অবশ্যই জলরোধী (ওয়াটারপ্রুফ) হওয়া উচিত। শেষে কমপ্যাক্ট পাউডার দিয়ে মেকআপ সেট করে নিলে তা দীর্ঘস্থায়ী হবে।

চলতি পথে ত্বকের যত্ন

ব্যাগে সব সময়ে কয়েকটি জিনিস রাখা বুদ্ধিমানের কাজ। এতে যখনই প্রয়োজন হবে, চটজলদি নিজেকে সতেজ করে নিতে পারবেন।

ফেসিয়াল মিস্ট: ঘেমে গেলে বা ক্লান্ত লাগলে মুখে সরাসরি জলের ঝাপটা না দিয়ে ফেসিয়াল মিস্ট স্প্রে করে নিন। এটি ত্বককে তাৎক্ষণিক ভাবে ঠান্ডা ও তরতাজা করে তোলে। গোলাপ জলের ছোট স্প্রে বোতলও দারুণ কাজ দেয়।

ব্লোটিং পেপার: মুখ তেলতেলে হয়ে উঠলে টিস্যু পেপারের বদলে ব্লোটিং পেপার ব্যবহার করুন। এটি মেকআপ নষ্ট না করেই ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয়।

ওয়েট টিস্যু: ঘাড় বা গলায় জমে থাকা ঘাম-ময়লা পরিষ্কার করতে ওয়েট টিস্যু খুব দরকারি।

পর্যাপ্ত জল পান: বাইরে থাকাকালীন শরীরকে ভিতর থেকে সতেজ রাখাটাও জরুরি। সঙ্গে জলের বোতল রাখুন এবং নির্দিষ্ট সময় অন্তর জল পান করুন। ভাজাভুজির বদলে ডাবের জল বা ফলের রস খেলে ত্বক ভাল থাকবে।

বিশেষজ্ঞদের মতে, বাড়ি ফিরে যতই ক্লান্ত লাগুক না কেন, মেকআপ তুলে মুখ পরিষ্কার করে তবেই ঘুমাতে যাওয়া উচিত। এই কয়েকটি সহজ নিয়ম মেনে চললেই পুজোর দিনগুলিতে ঠাকুর দেখার আনন্দের পাশাপাশি আপনার ত্বকও থাকবে ফুরফুরে ও প্রাণবন্ত।