আজকাল ওয়েব ডেস্ক : অনেকেই রয়েছেন, যারা কঠিন পরিশ্রম করার পরেও সেভাবে অর্থ ধরে রাখতে পারেন না। বলা হয়, তাদের উপর মাতা লক্ষীর কৃপা থাকে না। সংসারের অভাব অনটন নিত্যদিনের সাথি হয়ে যায়। বাস্তুত্রুটির কারণেও এমন সমস্যার সম্মুখীন হতে থাকেন অনেকেই।বাস্তু শাস্ত্র অনুযায়ী বাড়ির প্রতিটি কোণে কোনও না-কোনও দেবদেবীর বাস হয়ে থাকে।সংসারে সুখ সমৃদ্ধি, প্রচুর অর্থ ,সম্পদ হোক তা আমরা সবাই চাই। কিন্তু অর্থাভাব, অশান্তি, দাম্পত্য কলহ একটানা কিছু সময় ধরে মানুষকে ভোগান্তির চরমে পৌঁছে দেয়। অর্থের বিনিময়ে ভিন্ন ভিন্ন জ্যোতিষীর নানা ধরনের পরামর্শে মানুষ সঠিক পথ হারিয়ে ফেলেন। তবে নিজের বাড়ির দুঃসময়ে নিজেই পরিবর্তন করতে চেষ্টা করুন ঘরে মজুত এই রোজের ব্যবহারের জিনিস দিয়ে।
অর্থাভাব ও মানসিক অবস্থা তলানিতে পৌঁছনোর আগে কিছু ঘরোয়া উপাদান ও সহজ মন্ত্রোচ্চারন মারফত সংসারের শ্রী ফিরিয়ে আনুন অনায়াসেই।মাত্র এক মাস এই টোটকা প্রয়োগ করলেই ভাগ্যের চাকা ঘুরতে বাধ্য।খারাপ সময়ের সাথে লড়াই করে সুখ ফিরিয়ে নিয়ে আসতে হাল ছাড়লে চলবে না।
প্রতি শুক্রবার বাড়ির মূল দরজার ভেতরে ও বাইরে সামান্য হলুদ ছিটিয়ে দিন।
ভাল ও দ্রুত ফলাফল পেতে হাতের তালুতে একটু নুন ও হলুদ নিয়ে ৫১ অথবা ১০৮ বার "শ্রীম" মন্ত্রটি জপ করে বাড়ির বাইরে ফেলে দিন।
তাছাড়া বাড়িতে ঘর মোছার সময় বালতির জলে সামান্য নুন মিশিয়ে নিন।সেই জলে ঘর মুছলে বাড়ি থেকে সমস্ত নেগেটিভ শক্তি দূরে থাকে।
বাড়ি থেকে বাস্তু দোষ দূর করতে প্রবেশ দ্বারে ঘোড়ার নাল রাখুন। ভীষন উপকার পাবেন।বাড়ি থেকে ভাঙা আয়না আর বন্ধ ঘড়ি ফেলে দিন। এই পন্থাও দারুন কার্যকরী।
এই পদ্ধতিতে ইতিবাচক শক্তির প্রভাব বেড়ে জীবনে শুভ পরিবর্তন দেখা দেবে। সংসারের আয়,শান্তি,সুখ-স্বচ্ছলতা একলাফে বৃদ্ধি করতে এখনি শুরু করুন এই সহজ উপায়।
