আজকাল ওয়েবডেস্ক: এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল লন্ডনের টটেনহ্যাম হটস্পার স্টেডিয়াম। মঞ্চে তখন বিয়ন্সে। তাঁর বিখ্যাত গান ‘আই অ্যাম দ্যাট গার্ল’-এর মাঝপথে এমন এক ঘটনা ঘটল যা চমকে দিল লাখ লাখ দর্শককে। মুগ্ধ হয়ে তাঁরা যখন গায়িকার অনবদ্য গান শুনছেন, ঠিক তখনই খুলে পড়ল তারকার প্যান্ট! চকচকে সোনালি রঙের চ্যাপস হঠাৎ নেমে এল হাঁটুর নিচে।


বিষয়টিকে বিনোদন জগতের ভাষায় বলা হয় ওয়ার্ডরোব ম্যালফ্যাংশন। অনেকসময় যে সব শিল্পীরা মঞ্চে পারফর্ম করেন, তাঁদের পোশাক ছিঁড়ে বা খুলে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। এই পোশাক বিভ্রাটের নামই ওয়ার্ডরোব ম্যালফ্যাংশন। কিন্তু এক্ষেত্রে বিড়ম্বনার বিন্দুমাত্র ছাপ পড়েনি গায়িকার উপর। প্যান্ট খুলে গেলেও বিয়ন্সে থামলেন না। গানের একটিও সুরও না ভুলে, গাইতে গাইতেই তিনি হাতের ছোঁয়ায় সামলে নিলেন পোশাক।

পরে জানা যায়, গায়িকার পোশাকের নিচের অংশটি আলগা হয়ে গিয়েছিল। সেটি সামান্য নড়ে যেতেই বিপত্তি। খুলে গিয়ে হাটুর নিচে নামতে শুরু করে প্যান্ট। কিন্তু বহু বছর ধরে মঞ্চে গাইছেন বিয়ন্সে। এক মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নেন তিনি। নিজের অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস দিয়ে পরিস্থিতি সামাল দেন তিনি। সঙ্গে সঙ্গে এগিয়ে আসেন এক ব্যাকআপ ডান্সার, যিনি দ্রুত জামা ঠিক করে দিতে সাহায্য করেন। সেই সময় বিয়ন্সের মুখে লেগে ছিল এক চিলতে হাসি। এহেন পেশাদার ব্যবহার সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। ভক্তরা জানাচ্ছেন, পোশাক পড়ে গেলও কিন্তু পারফরম্যান্স থামাননি তিনি। এ থেকেই বোঝা যায় কত বড় শিল্পী তিনি।