আজকাল ওয়েবডেস্কঃ স্টেজ ২ লিভার ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী দীপিকা কক্কর। 'সসুরাল সিমর কা' ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় জলপ্রিয়তা পেয়েছিলেন দীপিকা। বেশ অনেক দিন ধরে পেটে ব্যথা অনুভব করতেন দীপিকা। শেষমেশ পরীক্ষায় ধরা পড়েছে যে তাঁর শরীরে মারণ রোগ বাসা বেঁধেছে। সম্প্রতি এই টেলিভিশন অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি পোস্টে লিখেছেন, তিনি স্টেজ ২ লিভার ক্যানসারে আক্রান্ত। এদিকে অভিনেত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা। 

বিশেষজ্ঞদের মতে, লিভারে খারাপ কোশ তৈরি হতে শুরু করলেই ক্যানসার হওয়ার ঝুঁকি বাড়ে। তখন সঠিকভাবে কাজ করে না লিভার। লিভার ক্যানসারের বিভিন্ন লক্ষণগুলি প্রাথমিক পর্যায়েই দেখা যায়। যা শনাক্ত করলে দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব। কারণ সময় মতো চিকিৎসা না করলে শরীরের অন্য অংশেও ক্যানসার ছড়িয়ে পড়তে পারে। 

লিভার ক্যানসারের লক্ষণঃ

* ক্রমাগত ক্লান্তি এবং দুর্বলতা: যদি আপনি কোনও কারণ ছাড়াই ক্রমাগত ক্লান্ত এবং দুর্বল বোধ করেন, তবে এটি লিভারের সমস্যার লক্ষণ হতে পারে ৷ 
* পেটের ডান দিকে ব্যথা বা ফোলাভাব: লিভার উপরের ডান পেটে অবস্থিত। এই জায়গায় যদি আপনি ক্রমাগত ব্যথা বা চাপ অনুভব করেন, তবে অবহেলা করা উচিত নয়। 
* হঠাৎ ওজন ও খিদে কমে যাওয়া: কোনও কড়া ডায়েট কিংবা শরীরচর্চা ছাড়াই যদি ওজন কমে যায় এবং খিদে কমতে থাকে তাহলে তা লিভার ক্যানসারের প্রাথমিক লক্ষণ হতে পারে ৷
* ত্বক এবং চোখ হলুদ হওয়া: ত্বক বা চোখের সাদা অংশ হলুদ হওয়া জন্ডিসের লক্ষণ হতে পারে। যা পরবর্তীকালে লিভারের ক্যানসারে আশঙ্কা থাকে। 
* কালো প্রস্রাব: লিভারের সমস্যার আরও একটি গুরুতর লক্ষণ কালো প্রস্রাব। এই লক্ষণ দেখলেও সতর্ক হন।