আজকাল ওয়েবডেস্ক:
প্রথম ডেট নিঃসন্দেহে আবেগপূর্ণ। নারী পুরুষ নির্বিশেষে। প্রথম দেখাতেই জায়গা করে নিতে হবে প্রিয় মানুষের মনে। সেক্ষেত্রে সঠিক পোশাক নির্বাচন, গুরুত্বপূর্ণ। একটি রোমান্টিক ডিনার বা কফি ডেট বা মুভি ডেট - আপনার পোশাক একটি স্থায়ী ছাপ রেখে যেতে পারে। কীভাবে সাজবেন? পুরুষদের অনুপ্রেরণা হোক রণবীর সিং কিংবা ভিকি কৌশল।
সপ্তাহান্তে মুভি ডেট: . আপনি একটি উজ্জ্বল প্রিন্টেড শার্ট বা পোলো শার্ট বেছে নিতে পারেন এবং এটিকে ডেনিম জিন্স বা চিনোসের সঙ্গে পরতে পারেন। আকর্ষণীয় টুইস্ট আনতে ডেনিম সামার জ্যাকেট দিয়ে স্তর করতে পারেন। লুক সম্পূর্ণ করতে ক্যাজুয়াল লোফার জুতো, লেদার বেল্টের ঘড়ি আর স্টাইলিশ ফ্রেম পরতে পারেন।
ডিনার ডেটে ইমপ্রেশন: প্রচলিত স্যুটের চেয়ে আর কিছুই ভাল হতে পারে না। আপনি ভিকি কৌশলের মতো প্যাস্টেল রঙ বেছে নিতে পারেন। একটি পরিষ্কার সাদা শার্ট এবং একটি ম্যাচিং টাই পরুন। অথবা গোল-গলা টি-শার্টের সঙ্গে সামার ব্লেজার। কাফলিঙ্ক বা একটি চটকদার ঘড়ি আপনার সাজ সম্পূর্ণ করবে। ডিনারের ডেটের জন্য সেরা হতে পারে এই লুক।
স্মার্ট ক্যাজুয়াল:
বিজয় দেভারকোন্ডার মতো স্মার্ট ক্যাজুয়াল লুক বেছে নিতে পারেন। মসৃণ কালো প্যান্ট সঙ্গে প্যাস্টেল রঙের কলার শার্ট । যাঁরা ফ্যাশন নিয়ে বেশি নতুন কিছু ট্রাই করতে না চান তাঁদের জন্য এই ক্যাজুয়াল লুক অন্যতম বিকল্প।
ডেনিম অন ডেনিম : ডেনিমের জামা প্যান্ট, বা কো-অর্ড সেট এখন ফ্যাশনে ইন। চাইলে পরে দেখতে পারেন। সঙ্গে ট্রিমড বিয়ার্ড রাখতে ভুলবেন না।
তবে পোশাক যেমনই হোক না কেন, আত্মবিশ্বাসই কিন্তু শেষ কথা।
প্রথম ডেট নিঃসন্দেহে আবেগপূর্ণ। নারী পুরুষ নির্বিশেষে। প্রথম দেখাতেই জায়গা করে নিতে হবে প্রিয় মানুষের মনে। সেক্ষেত্রে সঠিক পোশাক নির্বাচন, গুরুত্বপূর্ণ। একটি রোমান্টিক ডিনার বা কফি ডেট বা মুভি ডেট - আপনার পোশাক একটি স্থায়ী ছাপ রেখে যেতে পারে। কীভাবে সাজবেন? পুরুষদের অনুপ্রেরণা হোক রণবীর সিং কিংবা ভিকি কৌশল।
সপ্তাহান্তে মুভি ডেট: . আপনি একটি উজ্জ্বল প্রিন্টেড শার্ট বা পোলো শার্ট বেছে নিতে পারেন এবং এটিকে ডেনিম জিন্স বা চিনোসের সঙ্গে পরতে পারেন। আকর্ষণীয় টুইস্ট আনতে ডেনিম সামার জ্যাকেট দিয়ে স্তর করতে পারেন। লুক সম্পূর্ণ করতে ক্যাজুয়াল লোফার জুতো, লেদার বেল্টের ঘড়ি আর স্টাইলিশ ফ্রেম পরতে পারেন।
ডিনার ডেটে ইমপ্রেশন: প্রচলিত স্যুটের চেয়ে আর কিছুই ভাল হতে পারে না। আপনি ভিকি কৌশলের মতো প্যাস্টেল রঙ বেছে নিতে পারেন। একটি পরিষ্কার সাদা শার্ট এবং একটি ম্যাচিং টাই পরুন। অথবা গোল-গলা টি-শার্টের সঙ্গে সামার ব্লেজার। কাফলিঙ্ক বা একটি চটকদার ঘড়ি আপনার সাজ সম্পূর্ণ করবে। ডিনারের ডেটের জন্য সেরা হতে পারে এই লুক।
স্মার্ট ক্যাজুয়াল:
বিজয় দেভারকোন্ডার মতো স্মার্ট ক্যাজুয়াল লুক বেছে নিতে পারেন। মসৃণ কালো প্যান্ট সঙ্গে প্যাস্টেল রঙের কলার শার্ট । যাঁরা ফ্যাশন নিয়ে বেশি নতুন কিছু ট্রাই করতে না চান তাঁদের জন্য এই ক্যাজুয়াল লুক অন্যতম বিকল্প।
ডেনিম অন ডেনিম : ডেনিমের জামা প্যান্ট, বা কো-অর্ড সেট এখন ফ্যাশনে ইন। চাইলে পরে দেখতে পারেন। সঙ্গে ট্রিমড বিয়ার্ড রাখতে ভুলবেন না।
তবে পোশাক যেমনই হোক না কেন, আত্মবিশ্বাসই কিন্তু শেষ কথা।
