জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও গ্রহের ঘর বদলে বিশেষ যোগ তৈরি হয় যা ১২টি রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব ফেলে। যেমন বুধের ঘর বদলে তিন রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। 

সৌরমণ্ডলের সবচেয়ে ছোট গ্রহ হলেন বুধ। জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাজকুমার বুধকে তীক্ষ্ণ বুদ্ধি, বিবেক এবং যৌক্তিক ক্ষমতার কারক বলে মনে করা হয়। প্রতি ১৫ দিন অন্তর বুধ রাশি পরিবর্তন করেন। বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে, গ্রহদের রাজকুমার তাঁর গতিপথ পরিবর্তন করেছেন। এতদিন বুধ হস্ত নক্ষত্র এবং কন্যা রাশিতে ছিলেন। রবিবার ২৮ সেপ্টেম্বর রাত ১১:০৯ মিনিটে চিত্রা নক্ষত্রে গমন করেন বুধ। 

আজ ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী। ষষ্ঠীতে বুধের এই নক্ষত্র বদলে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে তিন রাশির। দুর্গাপুজোয় অর্থ-যশ-খ্যাতিতে ভরবে সেইসব রাশির জাতক-জাতিকাদের জীবন। তালিকায় আপনিও কি আছেন? জেনে নিন- 


সিংহ: বুধের প্রভাবে সিংহ রাশির জাতক-জাতিকাদের আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। নতুন চাকরির সুযোগ পেতে পারেন। ব্যবসায়ে পার্টনারের সঙ্গে বড় বিনিয়োগ করতে পারেন। পুজোয় যে কোনও শুভ কাজ শুরু করার যোগ রয়েছে। অনেক দিন ধরে কোনও কাজ আটকে থাকলে এবার তা শেষ করতে পারবেন। দাম্পত্যের সমস্যা মিটবে৷


কন্যা: বুধের চালে কন্যা রাশির অর্থভাগ্য বদলাবে। অনেক দিনের আটকে থাকা টাকা পেতে পারেন। বড় বিনিয়োগ করলে লাভবান হবেন। ঋণের বোঝা কমবে। সন্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। আয়ের নতুন খোঁজ পাবেন। উপার্জনের টাকা দ্বিগুণ হতে পারে।  পরিবারে অতিথিদের আগমনে ভাল সময় কাটাবেন। 

তুলা: তুলা রাশির জাতক-জাতিকাদের জীবনে বুধের কারণে সুদিন ফিরবে। আর্থিক পরিস্থিতি বদলে যেতে পারে। কেরিয়ারে বড় সুযোগ পেতে পারেন। পেশাগত জীবনে অপ্রত্যাশিত লাভ হওয়ার সুযোগ রয়েছে। পুজোয় গাড়ি কেনার পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান হবে।