আজকাল ওয়েবডেস্ক: প্রেমে প্রত্যাখ্যাত হলে হিংসা নয়, সুস্থ বিচ্ছেদের পাঠ দেবে দিল্লি বিশ্ববিদ্যালয়। সম্পর্ক ভাঙলে ভেঙে পড়তে নেই। বরং শেখা জরুরি, কীভাবে সম্পর্ক শুরু হয়, গড়ে ওঠে, আবার ভেঙেও যায়। সম্পর্ক ভেঙে গেলে মানসিক যন্ত্রণা সামলে সুস্থ পথে এগোবে কীভাবে তরুণ প্রজন্ম? লাগাতার প্রণয়ঘটিত হিংসা ও অপরাধের থেকে শিক্ষা নিয়ে এবার এই জরুরি বিষয়গুলিই পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করল দিল্লি বিশ্ববিদ্যালয়। চালু হচ্ছে নতুন কোর্স ‘নেগোশিয়েটিং ইন্টিমেট রিলেশনশিপস’।
২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে এই নতুন কোর্সটি জেনারেল ইলেকটিভ হিসেবে চালু হবে। মনোবিজ্ঞান বিভাগের এই চার-ক্রেডিটের কোর্সটি বিশ্ববিদ্যালয়ের যে কোনও বিভাগের স্নাতক স্তরের ছাত্রছাত্রীরাই নিতে পারবেন। লক্ষ্য একটাই, ঘনিষ্ঠ সম্পর্কের সূচনা থেকে শুরু করে তার ওঠাপড়া এবং সম্ভাব্য মানসিক জটিলতা সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করা।
বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, এই কোর্সের পঠনপাঠন শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ থাকবে না। আকর্ষণীয় এবং বাস্তবসম্মত আঙ্গিকে সাজানো হয়েছে পাঠদানের পদ্ধতি। ক্লাসে ‘কবীর সিং’, ‘টাইটানিক’ এবং ‘রানঝানা’-র মতো জনপ্রিয় সিনেমার বিভিন্ন অংশ বিশ্লেষণ করে দেখানো হবে, কীভাবে একটি আপাত সাধারণ প্রেমের সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে বিষাক্ত বা টক্সিক হয়ে উঠতে পারে।
সম্প্রতি গোটা দেশেই প্রেমঘটিত কারণে একের পর এক খুনের ঘটনায় আলোড়ন ছড়িয়েছে। ঠিক সেই পরিপ্রেক্ষিতেই এই কোর্সকে সময়োপযোগী মনে করছেন বহু শিক্ষাবিদ ও মনোবিদ। কোর্সে থাকবে চারটি মূল ইউনিট— বন্ধুত্ব ও ঘনিষ্ঠতার মনোবিজ্ঞান, প্রেম ও যৌনতার নানা তত্ত্ব, বিষাক্ত সম্পর্কের লক্ষণ চেনার উপায় এবং একটি সুস্থ সম্পর্ক গড়ে তোলার কৌশল। বিশ্ববিদ্যালয়ের মতে, এই শিক্ষার ফলে ছাত্রছাত্রীরা আরও আত্মসচেতন হবেন, নিজেদের সীমারেখা বুঝতে শিখবেন। ফলে মানসিক দিক থেকেও শক্তিশালী হবেন তাঁরা।
তরুণ প্রজন্মের অনেকেই যেখানে প্রেম আর সামাজিক মাধ্যমে নিজেকে প্রকাশ করার ফাঁদে পড়ে বিপদের মুখে পড়ছেন, সেখানে দিল্লি বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে যুগোপযোগী বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।
