আজকাল ওয়েবডেস্ক: আজ ২৯ অগাস্ট, শুক্রবার। প্রাচীন বিশ্বাস মতে শুক্রবার মা লক্ষ্মীর দিন। উপরন্তু বলরাম জয়ন্তী। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজ চন্দ্র থাকবেন তুলা রাশিতে, সূর্য থাকবেন সিংহ রাশিতে। বলরাম প্রবল পরাক্রমী যোদ্ধা ছিলেন। মহাভারত অনুসারে ভীম তাঁর কাছেই গদা চালাতে শেখেন। পাশাপাশি বলরাম লাঙ্গল হাতে নিয়ে কৃষকদের রক্ষা করেন। তাই তাঁকে শক্তি এবং সমৃদ্ধির দেবতা বলে মনে করা হয়। পাশাপাশি নৈতিকতার রক্ষক হিসাবেও তিনি সুপরিচিত। অর্থাৎ যাঁরা সৎ এবং নিষ্ঠাবান তাঁদের তিনি পুরস্কৃত করেন। তাহলে দেখে নেওয়া যাক আজ কাদের কাদের পুরস্কৃত করবেন।

আরও পড়ুন: নিজে অক্ষম, স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশীকে ভাড়া করলেন যুবক, ৭২ বার চেষ্টার পর কী হল ফলাফল?

মেষ

আজ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি সার্বিক ভাবে ভাল। হারানো জিনিস ফিরে পেতে পারেন। তবে সম্পর্কে বাড়তি মনোযোগ দিতে হবে। বিশেষ করে প্রেমজীবনে মান অভিমানের পালা চলতে পারে। কর্মক্ষেত্রে চাপ থেকে কিছুটা মুক্তি পেতে পারেন। 

আরও পড়ুন: নিজে অক্ষম, স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশীকে ভাড়া করলেন যুবক, ৭২ বার চেষ্টার পর কী হল ফলাফল?

বৃষ

পুরনো শত্রু সমস্যায় ফেলতে পারে। রাস্তাঘাটে সতর্কভাবে চলতে হবে, রক্তপাতের আশঙ্কা রয়েছে। লাল রঙের জিনিস থেকে সাবধানে থাকুন। প্রলোভন থাকলেও বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়াবেন না। কামের ফাঁদ সর্বনাশ ডেকে আনতে পারে।

আরও পড়ুন: নিজে অক্ষম, স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশীকে ভাড়া করলেন যুবক, ৭২ বার চেষ্টার পর কী হল ফলাফল?

মিথুন

ব্যথা বেদনায় কষ্ট পেতে পারেন। তবে চিন্তার কিছু নেই, কষ্ট খুব একটা স্থায়ী হবে না। অল্প থাকতেই চিকিৎসকের পরামর্শ নিন। ফলের ব্যবসায় লাভের সম্ভাবনা। তবে ছলনার মাধ্যমে কার্যসিদ্ধি করার চেষ্টা করবেন না বিপরীত ফল হতে পারে। 

আরও পড়ুন: নিজে অক্ষম, স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশীকে ভাড়া করলেন যুবক, ৭২ বার চেষ্টার পর কী হল ফলাফল?

কর্কট

কর্কট রাশির অর্থভাগ্য আজ বেশ ভাল। চাকুরীজীবীদের পদোন্নতির আশা রয়েছে। কিংবা ভাল কাজের জন্য বোনাস মিলতে পারে। দুধ ও দুগ্ধজাত সামগ্রী থেকে পেট খারাপের আশঙ্কা।

আরও পড়ুন: নিজে অক্ষম, স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশীকে ভাড়া করলেন যুবক, ৭২ বার চেষ্টার পর কী হল ফলাফল?

সিংহ

সিংহ রাশির জাতক-জাতিকাদের অতিরিক্ত আত্মবিশ্বাস আজ সমস্যায় ফেলতে পারে। আজ পরীক্ষা থাকলে খারাপ ফল হওয়ার আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্রে বন্ধুদের সঙ্গে মনোমালিন্য এড়িয়ে চলুন। যাঁরা জমি বাড়ির ব্যবসা করেন, আজ সাবধানে লেনদেন করবেন। আইনি জটিলতা তৈরি হতে পারে।

আরও পড়ুন: নিজে অক্ষম, স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশীকে ভাড়া করলেন যুবক, ৭২ বার চেষ্টার পর কী হল ফলাফল?

কন্যা

কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য আজ দিনটি মোটের উপর ভালই। স্বামী বা প্রেমিকের সঙ্গে মতের অমিল হতে পারে। কিন্তু তাঁর পরামর্শ মেনে চললে লাভ আপনারই। অতিরিক্ত খরচ থেকে বিরত থাকুন। পরিবারের সঙ্গে সম্পর্ক মসৃণ থাকবে। বন্ধুকে সাহায্য করার প্রয়োজন হতে পারে। পিছপা হবেন না।

আরও পড়ুন: নিজে অক্ষম, স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশীকে ভাড়া করলেন যুবক, ৭২ বার চেষ্টার পর কী হল ফলাফল?

তুলা

পরিবারের কনিষ্ঠ কোনও সদস্যের কাজে জন্য সার্বিকভাবে পরিবারের বদনাম হতে পারে। তবে আজ কোনও মতে অন্যায়কে প্রশ্রয় দেবেন না দিলে ভবিষ্যতে তাতে নিজেদেরই ক্ষতি হবে। সুদের ব্যবসায় টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে ধাক্কা লাগতে পারে। ত্বক জাতীয় ফল এড়িয়ে চলুন।

আরও পড়ুন: নিজে অক্ষম, স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশীকে ভাড়া করলেন যুবক, ৭২ বার চেষ্টার পর কী হল ফলাফল?

বৃশ্চিক

অতিরিক্ত লোভ বিপদ থেকে আনতে পারে। ভাইয়ে ভাইয়ে সম্পত্তি নিয়ে বিপদের আশঙ্কা রয়েছে। যাঁদের বন্ধু ভাবছেন, তাঁদের মধ্যেই কেউ বিশ্বাস ভঙ্গ করতে পারে। আগুন কিংবা গরম তেল বা জল থেকে সাবধান, বিপদের আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: নিজে অক্ষম, স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশীকে ভাড়া করলেন যুবক, ৭২ বার চেষ্টার পর কী হল ফলাফল?

ধনু

ধার দেনা থেকে দূরে থাকুন। বাকি সব দিক থেকে দিনটি মন্দ নয়। পরিবারের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। সন্তান লাভের যোগ রয়েছে। বিশেষ করে কন্যা সন্তান গোটা পরিবারে সৌভাগ্য বয়ে আনতে পারে। কৃষিকাজ থেকে লাভের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: নিজে অক্ষম, স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশীকে ভাড়া করলেন যুবক, ৭২ বার চেষ্টার পর কী হল ফলাফল?

মকর

প্রেম বা দাম্পত্যের কারণে খরচ বাড়তে পারে। কোনও রকম কুচিন্তাকে প্রশ্রয় দেবেন না। আজ বন্ধুভাগ্য ভাল, একসঙ্গে হাত লাগালে কঠিন কাজও সহজে হয়ে যেতে পারে। চাকুরি বা ব্যবসা যে কোনও ক্ষেত্রেই সততার পুরস্কার যতটা লাভজনক হতে পারে, শঠতা ততটাই বিপজ্জনক।

আরও পড়ুন: নিজে অক্ষম, স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশীকে ভাড়া করলেন যুবক, ৭২ বার চেষ্টার পর কী হল ফলাফল?

কুম্ভ

সৃজনশীল কাজে ভরপুর আনন্দ পাবেন। পুরুষ বা নারী যেই রান্না করুন, আজ হাতে স্বয়ং দেবী লক্ষ্মী ভর করবেন। প্রচুর প্রশংসা পাবেন। সন্তানের কারণে কিছুটা দুশ্চিন্তা হতে পারে। তবে অতিরিক্ত বকাবকি না করে বুঝিয়ে বললেই বেশি কাজ হবে। ধর্মের নামে কুসংস্কারের প্রতি মদত দেবেন না।

আরও পড়ুন: নিজে অক্ষম, স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশীকে ভাড়া করলেন যুবক, ৭২ বার চেষ্টার পর কী হল ফলাফল?

মীন

পরিবারে বয়স্ক কারওর স্বাস্থ্যে অবনতি হতে পারে। চিকিৎসার জন্য বাড়তে পারে খরচ। আজ সবকিছু ঠান্ডা মাথায় সামলাতে হবে। প্রগলভতা বিপদ ডেকে আনতে পারে। বিশেষ করে চাকরি এবং ব্যবসায়ীদের এই বিষয়টি মাথায় রাখতে হবে। যদি দীর্ঘমেয়াদি কোনও কোনও বিনিয়োগ করতে হয়, ভাল করে যাচাই করে নিন।