নিজস্ব সংবাদদাতা: শহরে অন্দরসজ্জার নতুন ঠিকানা ড্রিমহাউস গ্যালেরিয়া। কলকাতার তোপসিয়ায় ৩০০০ বর্গফুটের সেই ডেকোরেটিভ স্টোরের জমকালো উদ্বোধনে হাজির ছিলেন 'সিআইডি' খ্যাত দয়ানন্দ শেট্টি।
স্বপ্নের বাড়ি তৈরি এখন হাতের মুঠোয় ! স্টোরটি উদ্বোধন করার সময় চিরাচরিত সংলাপের সুরে ধারাবাহিকের 'দয়া' বলেন, '''দয়া কা ওয়াদা, মজবুতি সবসে জাদা ।'' ড্রিমহাউস গ্যালেরিয়া পরিদর্শন করা অভিনেতার কাছে একটি উত্তেজনাপূর্ণ এবং আনন্দদায়ক অভিজ্ঞতা ছিল নিঃসন্দেহে। অভিনেতার কথায়, ''এখানে রাখা বিভিন্ন প্রোডাক্ট দেখে আমি মুগ্ধ। এটি একটি দুর্দান্ত আউটলেট। এখন যে কেউ তাঁদের স্বপ্নের বাড়ি সাজাতে পারবেন ড্রিমহাউস গ্যালেরিয়া'র সঙ্গে। "
ড্রিমহাউস গ্যালারিয়ার ম্যানেজিং ডিরেক্টর, মিস্টার সুরেন সরফ এবং মিসেস প্রিয়াঙ্কা সরফ এই প্রসঙ্গে আজকাল ডট ইন কে বলেন, “দয়ানন্দ শেট্টি আমাদের স্টোরের উদ্বোধন করতে আসায় আমরা আনন্দিত। গ্র্যান্ড ওপেনিং- এর জন্য আমরা আমাদের বিভিন্ন প্রোডাক্ট প্রদর্শনের দিকে ফোকাস করেছি। যার মধ্যে রয়েছে প্লাইউড, ভেনিয়ার্স, ল্যামিনেটস, লুভারস, অ্যাক্রিলিক্স -আরও অনেক কিছুই। আপনাদের স্বপ্নের বাড়ির জন্য উন্নত মানের প্রোডাক্ট সরবরাহের ক্ষেত্রে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সাধারণ বিষয়গুলিকে অসাধারণ স্বপ্নে পরিণত করার মানসম্পন্ন উপকরণ রয়েছে আমাদের স্টোরে।"
প্রতিটি বাড়ির নিজস্ব গল্প থাকে। তাতে জড়িয়ে থাকে নানা আবেগ। ড্রিম হাউস গ্যালেরিয়া আপনার আবেগকে মূল্য দিতে এবং আপনার প্রয়োজনের জন্য নিখুঁত পণ্য এবং পরিষেবা প্রদান করার প্রতিশ্রুতি দেয়। বছরের পর বছর অতুলনীয় কারুকাজ, উদ্ভাবন এবং গ্রাহক সন্তুষ্টি দিয়েছে এই প্রতিষ্ঠান। আগামী দিনেও সেই প্রয়াস জারি রাখবে এই সংস্থা।
স্বপ্নের বাড়ি তৈরি এখন হাতের মুঠোয় ! স্টোরটি উদ্বোধন করার সময় চিরাচরিত সংলাপের সুরে ধারাবাহিকের 'দয়া' বলেন, '''দয়া কা ওয়াদা, মজবুতি সবসে জাদা ।'' ড্রিমহাউস গ্যালেরিয়া পরিদর্শন করা অভিনেতার কাছে একটি উত্তেজনাপূর্ণ এবং আনন্দদায়ক অভিজ্ঞতা ছিল নিঃসন্দেহে। অভিনেতার কথায়, ''এখানে রাখা বিভিন্ন প্রোডাক্ট দেখে আমি মুগ্ধ। এটি একটি দুর্দান্ত আউটলেট। এখন যে কেউ তাঁদের স্বপ্নের বাড়ি সাজাতে পারবেন ড্রিমহাউস গ্যালেরিয়া'র সঙ্গে। "
ড্রিমহাউস গ্যালারিয়ার ম্যানেজিং ডিরেক্টর, মিস্টার সুরেন সরফ এবং মিসেস প্রিয়াঙ্কা সরফ এই প্রসঙ্গে আজকাল ডট ইন কে বলেন, “দয়ানন্দ শেট্টি আমাদের স্টোরের উদ্বোধন করতে আসায় আমরা আনন্দিত। গ্র্যান্ড ওপেনিং- এর জন্য আমরা আমাদের বিভিন্ন প্রোডাক্ট প্রদর্শনের দিকে ফোকাস করেছি। যার মধ্যে রয়েছে প্লাইউড, ভেনিয়ার্স, ল্যামিনেটস, লুভারস, অ্যাক্রিলিক্স -আরও অনেক কিছুই। আপনাদের স্বপ্নের বাড়ির জন্য উন্নত মানের প্রোডাক্ট সরবরাহের ক্ষেত্রে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সাধারণ বিষয়গুলিকে অসাধারণ স্বপ্নে পরিণত করার মানসম্পন্ন উপকরণ রয়েছে আমাদের স্টোরে।"
প্রতিটি বাড়ির নিজস্ব গল্প থাকে। তাতে জড়িয়ে থাকে নানা আবেগ। ড্রিম হাউস গ্যালেরিয়া আপনার আবেগকে মূল্য দিতে এবং আপনার প্রয়োজনের জন্য নিখুঁত পণ্য এবং পরিষেবা প্রদান করার প্রতিশ্রুতি দেয়। বছরের পর বছর অতুলনীয় কারুকাজ, উদ্ভাবন এবং গ্রাহক সন্তুষ্টি দিয়েছে এই প্রতিষ্ঠান। আগামী দিনেও সেই প্রয়াস জারি রাখবে এই সংস্থা।
