আজকাল ওয়েবডেস্ক: শুধু অভিনয় নয়, জেন-জি ফ্যাশনেও জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ২০১০ সালে সলমন খানের বিপরীতে 'দাবাং' ছবি দিয়ে বলিউড ডেবিউ করেন তিনি। প্রথম ছবিতেই বাজিমাত। ফিরে তাকাতে হয়নি আর তাঁকে। অভিনয়ে হাতেখড়ির জন্য সেই সময় সলমনের অনুপ্রেরণায় অনেকটা ওজন কমিয়েছিলেন তিনি। সম্প্রতি তাঁকে একদম নতুন রূপে দেখা গিয়েছে পরিচালক সঞ্জয় লীলা বনশালির 'হিরামাণ্ডি'তে। অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতেও জনপ্রিয়। যেখানে তাঁর ফ্যাশনে মুগ্ধ অনুরাগীরা। তাঁর চিক ব্লেজার ফ্যাশনে মুগ্ধ হতে পারেন আপনারাও।
ছবির প্রচার হোক বা কোনও ইভেন্ট- অভিনেত্রীকে প্রায়শই দেখা যায় বিভিন্ন ধরনের ব্লেজারে। কী ভাবছেন? এই গরমে ব্লেজার পরবেন কিনা! এই ধরনের সামার ফ্লোরাল ব্লেজার গরমের জন্য খুবই আরামদায়ক। সোনাক্ষী পরেছিলেন ডিজাইনার পায়েল সিংহল কালেকশনের একটি ফ্লোরাল মোটিফের ওয়াইড লেগ ব্লেজার। সঙ্গে খোলা চুল, নো-মেকআপ লুক আর মিনিম্যালিস্টিক গয়না।
ট্রাডিশনাল পোশাকের সঙ্গেও পরতে পারেন ব্লেজার। ঠিক সোনাক্ষীর মতো করেই। ডিজাইনার অর্পিতা মেহেতার মিরর ওয়ার্কের কমলা ব্লেজার দিয়ে অভিনেত্রী পরেছিলেন একটি রংমিলান্তি লেহেঙ্গা। সঙ্গে ব্রেইড হেয়ারস্টাইল আর ছিমছাম গয়না।
সোনাক্ষীর মত ক্লাসি ব্লেজার লুক পেতে পরুন প্লাঞ্জনেক কর্সেট, ট্রাউজার ও ফ্লোরাল প্রিন্টের ব্লেজার। এই পোশাকের সঙ্গে মেকআপে চাই একটু ড্রামা। খোলা চুল সঙ্গে স্মোকি আইজ আর ন্যুড লিপস্টিক। সাজ সম্পূর্ণ করুন হিল দেওয়া বুট দিয়ে। এছাড়া ব্লেজার প্যাটার্নের লং কোট পরতে পারেন। এগুলো অফিসের জন্যেও আরামদায়ক। অফিসের পার্টিতে লেডি-বস ভাইবস ছড়িয়ে দিতে কর্সেটের সঙ্গে বেছে নিন লাল ব্লেজার।
ছবির প্রচার হোক বা কোনও ইভেন্ট- অভিনেত্রীকে প্রায়শই দেখা যায় বিভিন্ন ধরনের ব্লেজারে। কী ভাবছেন? এই গরমে ব্লেজার পরবেন কিনা! এই ধরনের সামার ফ্লোরাল ব্লেজার গরমের জন্য খুবই আরামদায়ক। সোনাক্ষী পরেছিলেন ডিজাইনার পায়েল সিংহল কালেকশনের একটি ফ্লোরাল মোটিফের ওয়াইড লেগ ব্লেজার। সঙ্গে খোলা চুল, নো-মেকআপ লুক আর মিনিম্যালিস্টিক গয়না।
ট্রাডিশনাল পোশাকের সঙ্গেও পরতে পারেন ব্লেজার। ঠিক সোনাক্ষীর মতো করেই। ডিজাইনার অর্পিতা মেহেতার মিরর ওয়ার্কের কমলা ব্লেজার দিয়ে অভিনেত্রী পরেছিলেন একটি রংমিলান্তি লেহেঙ্গা। সঙ্গে ব্রেইড হেয়ারস্টাইল আর ছিমছাম গয়না।
সোনাক্ষীর মত ক্লাসি ব্লেজার লুক পেতে পরুন প্লাঞ্জনেক কর্সেট, ট্রাউজার ও ফ্লোরাল প্রিন্টের ব্লেজার। এই পোশাকের সঙ্গে মেকআপে চাই একটু ড্রামা। খোলা চুল সঙ্গে স্মোকি আইজ আর ন্যুড লিপস্টিক। সাজ সম্পূর্ণ করুন হিল দেওয়া বুট দিয়ে। এছাড়া ব্লেজার প্যাটার্নের লং কোট পরতে পারেন। এগুলো অফিসের জন্যেও আরামদায়ক। অফিসের পার্টিতে লেডি-বস ভাইবস ছড়িয়ে দিতে কর্সেটের সঙ্গে বেছে নিন লাল ব্লেজার।
