আজকাল ওয়েবডেস্ক: বিশ্বখ্যাত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (MIT)-এর সাম্প্রতিক এক গবেষণায় প্রকাশ, কৃত্রিম বুদ্ধিমত্তার অতিনির্ভরতা—বিশেষ করে চ্যাটজিপিটি-র মতো এআই টুল—মানব মস্তিষ্কের কার্যকারিতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। চার মাস ধরে ৫৪ জন ছাত্রের উপর চালানো এই গবেষণায় দেখা যায়, নিয়মিত এআই ব্যবহারকারীদের মস্তিষ্কে "মানসিক নিষ্ক্রিয়তা" দেখা যায়। ইইজি (EEG) স্ক্যান অনুযায়ী, এই ছাত্রদের ব্রেন অ্যাক্টিভিটি হ্রাস পেয়েছে এবং তারা স্বতন্ত্র চিন্তা ও সৃষ্টিশীল লেখার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে।
আরও চমকপ্রদ তথ্য হল—এই ছাত্ররা এআই-এর সাহায্যে লেখা নিজের লেখাগুলো পর্যন্ত মনে রাখতে পারেননি। এমনকি যখন তারা চ্যাটজিপিটি ছাড়াও লেখার চেষ্টা করেছে, তখনো সেই "নির্ভরতার ছায়া" থেকে বেরোতে পারেনি। গবেষকেরা সতর্ক করছেন—এআই হতে পারে একজন সহকারী, কিন্তু তা যেন কখনোই মানব চিন্তাকে প্রতিস্থাপন না করে। এই প্রবণতা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম একটি চিন্তাহীন, কল্পনাহীন ‘ডিজিটাল প্রতিচ্ছবি’ সমাজে রূপান্তরিত হতে পারে।
সংক্ষেপে বললে, চ্যাটজিপিটির অতিনির্ভরতা, আমাদের স্মৃতি ও সৃজনশীলতার মৃত্যু ডেকে আনছে—আর এমআইটির বিজ্ঞানীরা সেই মৃত্যুঘণ্টা শুনতে পাচ্ছেন এখনই!
